images

স্পোর্টস / ক্রিকেট

ম্যাক্সওয়েলের খারাপ ফর্মের পেছনে দায়ী প্রীতি জিনতার অমতে বিয়ে!

স্পোর্টস ডেস্ক

১৪ মে ২০২৫, ১১:৪৩ এএম

আইপিএলে পাঞ্জাব কিংস মানেই এক আবেগের নাম। আর সেই আবেগের অন্যতম প্রিয় মুখ হলেন অভিনেত্রী ও দলটির সহ-মালিক প্রীতি জিনতা। বলিউড থেকে ক্রিকেট, প্রীতির এই যাত্রা কেবল ব্যবসায়িক সিদ্ধান্ত নয়, বরং তা এক নিখাদ ভালোবাসা ও নিষ্ঠার প্রতিচ্ছবি। তিনি শুধুই মাঠে উপস্থিত থাকেন না, বরং ম্যাচ চলাকালীন তার উল্লাস কিংবা কখনও হতাশ প্রতিক্রিয়া; সবকিছুই যেন ক্যামেরার লেন্সে জীবন্ত হয়ে ওঠে। জয় হোক বা পরাজয়, তিনি সবসময় তার দলের পাশে থাকেন, ক্রিকেটারদের প্রতি তার সমর্থন কখনোই কমে না।

প্রায় প্রতিটি ম্যাচেই তাকে গ্যালারিতে দেখা যায়, যেখানে তিনি দলকে উৎসাহ দেন, ছেলেদের মতো করে খেলোয়াড়দের গর্ব করেন এবং প্রয়োজনে কঠিন সময়ে সাহস দেন। এই মানসিক সাপোর্ট যে কোনও দলের জন্য বড় শক্তি। আর সেটিই প্রীতি জিনতা নিঃস্বার্থভাবে দিয়ে যাচ্ছেন বছর বছর ধরে। অনেক সময় সহজ মানুষও কঠিন হয়ে থাকেন। এবার প্রীতি মাঠের বাহিরে এক নেটিজেনের অশালীন প্রশ্নের কড়া জবাব দিয়ে শিরোনামে উঠে এলেন। 

প্রশ্নটি ছিলো অস্ট্রেলিয়ান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের সম্পর্ক নিয়ে। আরও নির্দিষ্ট করে বলা যায়, ম্যাক্সওয়েলের আইপিএল ২০২৫-এ বাজে পারফরম্যান্সের জন্য প্রীতির সঙ্গে তাঁর বিয়ে না হওয়াকেই দায়ী করেন ওই ব্যবহারকারী। প্রশ্নটি ছিল, ‘ম্যাম, ম্যাক্সওয়েলের আপনার সঙ্গে বিয়ে হয়নি তাই সে দল থেকে ভালো খেলতে পারত না কি?’

এই প্রশ্নের প্রেক্ষিতে প্রীতি জিনটা স্পষ্ট ভাষায় জানান, ‘আপনি কি এই ধরনের প্রশ্ন পুরুষ মালিকদেরও করেন? নাকি এই বৈষম্য কেবলমাত্র নারীদের জন্য বরাদ্দ? আমি আগে বুঝতে পারিনি, কর্পোরেট জগতে নারীদের টিকে থাকা কতটা কঠিন, যতক্ষণ না আমি ক্রিকেট জগতে পা রাখি।’

তিনি আরও লেখেন, ‘আপনি হয়তো এটা মজা করে বলেছেন, কিন্তু দয়া করে নিজের প্রশ্নটা একবার ভালো করে দেখুন। আপনি যদি সত্যি বুঝতে পারেন আপনি কী বলতে চাইছেন, তা খুব একটা ‘প্রিটি’ নয়। আমি গত ১৮ বছর ধরে কঠোর পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছি। তাই আমাকে প্রাপ্য সম্মান দিন ও এই লিঙ্গবৈষম্য বন্ধ করুন।’

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রীতির বক্তব্যের প্রশংসা করেছেন এবং তাঁর অবস্থানকে সাহসী বলে মনে করছেন। এদিকে, প্রীতির মালিকানাধীন পাঞ্জাব কিংস আইপিএলে দুর্দান্ত পারফর্ম করছে। ১২টি ম্যাচে ৭টি জয়, ৩টি পরাজয় ও ১টি বৃষ্টিবিঘ্নিত ম্যাচ নিয়ে তারা বর্তমানে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। দলের ওপেনার প্রভসিমরন সিং ও প্রিয়াংশ আর্য তাঁদের দুরন্ত ফর্মে রানের ফুলঝুরি ছড়াচ্ছেন। অধিনায়ক শ্রেয়াস আইয়ারও ব্যাট ও অধিনায়কত্ব দুই বিভাগেই প্রশংসাযোগ্য পারফরম্যান্স দিচ্ছেন।