images

স্পোর্টস / ফুটবল

স্কালোনির পছন্দে মেসি নেই, রয়েছেন যে তিন ফুটবলার! 

স্পোর্টস ডেস্ক

১৪ মে ২০২৫, ১০:০৩ এএম

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনির এক বক্তব্যে ফের উত্তাল বিশ্ব ফুটবল। স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের টকশো ‘Siro’s VAR’-এ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বেছে নিয়েছেন বর্তমান সময়ের সেরা তিন ফুটবলার। তবে বিস্ময়করভাবে এই তালিকায় জায়গা পাননি লিওনেল মেসি। যিনি স্কালোনির অধীনে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিয়েছিলেন।

তালিকা থেকে মেসিকে বাদ দেওয়ার ব্যাখ্যায় স্কালোনি বলেন, ‘আমরা মেসিকে তালিকাভুক্ত করছি না, কারণ এতে ওর প্রতি অতিরিক্ত নির্ভরতা দেখানো হবে। মেসি তো এমনিতেই সর্বকালের সেরা।’

স্কালোনির তালিকায় বর্তমান সেরা ফুটবলার হিসেবে শীর্ষে আছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। যিনি কাতার বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন এবং বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন। দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মাত্র ১৭ বছর বয়সী বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে নিজের প্রতিভার ছাপ রাখছেন।

তৃতীয় সেরা খেলোয়াড় হিসেবে স্কালোনি সরাসরি একজনের নাম না বললেও, উল্লেখ করেছেন আর্জেন্টাইন দুই ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেজকে। দুই জনেই আর্জেন্টিনা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং ক্লাব পর্যায়েও দারুণ ফর্মে রয়েছেন। বর্তমানে লাউতারো ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের প্রস্তুতিতে রয়েছেন এবং জুলিয়ান আলভারেজ খেলছেন অ্যাথলেটিকো মাদ্রিদে।

এছাড়া সাক্ষাৎকারে স্কালোনি জানান, তিনি ম্যারাডোনার চেয়ে মেসিকে এগিয়ে রাখেন এবং মনে করেন, রিয়াল মাদ্রিদের উচিত তরুণ আর্জেন্টাইন মিডফিল্ডার নিকোলাস পাজকে আগামী মৌসুমে দলে ফিরিয়ে আনা। বর্তমানে কোমো ক্লাবে ধারে খেলছেন এই প্রতিভাবান ফুটবলার।

স্কালোনির এমন তালিকা ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। বিশ্বসেরা খেলোয়াড়ের আসন কি তবে এবার নতুন প্রজন্মের দখলে যাচ্ছে।