images

স্পোর্টস / ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য শক্তিশালী দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

১৩ মে ২০২৫, ০৩:৪৯ পিএম

আগামী মাসে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। আসন্ন এ আইসিসি টুর্নামেন্টের শিরোপার লড়াইয়ে অংশ নিতে চেনা চেহারার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলটির নেতৃত্বে থাকছেন টেম্বা বাভুমা। এছাড়া কদিন আগে মাদক নিয়ে সাময়িক নিষেধাজ্ঞা পাওয়া কাগিসো রাবাদাও আছেন প্রোটিয়াদের স্কোয়াডে। 

রাবাদা ৩ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত নিষিদ্ধ ছিলেন এবং এখন খেলার জন্য সম্পূর্ণ ফিট ও ক্লিয়ার। ৬ মে আইপিএলে গুজরাট টাইটানসের হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলার সুযোগ থাকলেও, তাকে একাদশে রাখা হয়নি। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফাইনালে দক্ষিণ আফ্রিকার পেস বোলিং বিভাগের নেতৃত্বে থাকবেন তিনি। সেই পেস ইউনিটে থাকছেন লুঙ্গি এনগিডিও, যিনি গত বছরের আগস্টের পর এই প্রথম টেস্ট দলে ফিরলেন।

তবে দলে জায়গা হয়নি দুই প্রতিভাবান পেসার জেরাল্ড কোটজির ও কুয়েনা মাফাকার। কোটজি শ্রীলঙ্কার বিপক্ষে ডারবানে ইনজুরিতে পড়ায় এ মৌসুমে খেলতে পারেননি। আর ১৯ বছর বয়সী বাঁহাতি পেসার মাফাকা পাকিস্তানের বিপক্ষে অভিষেক হলেও এবার দলে সুযোগ পাননি।

আনরিখ নরকিয়াও থাকছেন না প্রোটিয়াদের স্কোয়াডে, সেন্ট্রাল কন্ট্রাক্ট না থাকলেও টেস্ট দলে বিবেচনায় ছিলেন তিনি, তবে পায়ের আঙুল ভেঙে ছিটকে গেছেন। আর নান্দ্রে বার্গার পিঠের চোট থেকে সেরে উঠে আইপিএলে খেলছেন, তাকেও রাখা হয়নি। তবে দলের এক চমক ডেন প্যাটারসন। দেশের মাটিতে সফল এই পেসার বর্তমানে মিডলসেক্সে খেলছেন এবং দক্ষিণ আফ্রিকার চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন।

দলে রাখা হয়েছে দুই স্পিনার, কেশব মহারাজ এবং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে। যদিও মুথুসামি নিয়মিত স্কোয়াডে থাকলেও গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সফরের পর আর মাঠে নামেননি। ব্যাটিং লাইনআপেও চমক নেই। ওপেনার হিসেবে দেখা যেতে পারে এইডেন মার্করামকে। তার সঙ্গী হতে পারেন টনি ডি জোরজি অথবা রায়ান রিকেলটন।

তিনে কে খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়, ত্রিস্তান স্টাবস কি তার জায়গা ধরে রাখবেন, নাকি নেমে যাবেন নিচে, সেটি ম্যাচের আগে বোঝা যাবে। চোট কাটিয়ে ফেরা অধিনায়ক বাভুমা খেলবেন চারে। এলবো ইনজুরির কারণে তিনি ঘরোয়া চার দিনের ফাইনালে খেলতে পারেননি।

লর্ডসে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে দল হিসেবে বেশ অভিজ্ঞ ও ভারসাম্যপূর্ণ এক স্কোয়াড গড়েছে প্রোটিয়ারা। এখন দেখার বিষয়, মাঠে কেমন পারফর্ম করে তারা।

ডব্লিউটিসি ফাইনালের জন্য দক্ষিণ আফ্রিকার স্কোয়াড
টেম্বা বাভুমা, টনি ডি জোরজি, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো জানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, লুঙ্গি এনগিডি, করবিন বোশ, কাইল ভেরায়েন, ডেভিড বেডিংহাম, ত্রিস্তান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন।