স্পোর্টস ডেস্ক
১৩ মে ২০২৫, ০২:৪৮ পিএম
ভারত-পাকিস্তান উত্তেজনায় শঙ্কা তৈরি হয়েছিল, বংলাদেশের পাকিস্তানের সফর নিয়ে। সেই শঙ্কা কেটেছে, তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজটি নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল ২৫ মে। তবে পিএসএলের পরিবর্তিত সময়সূচির কারণে সেটি পিছিয়ে যেতে পারে দুই বা তিন দিন। সম্ভাব্য নতুন ২৭ অথবা ২৮ মে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছে, ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে স্থগিত হওয়া পিএসএল পুনরায় শুরু হচ্ছে নতুন সূচিতে, যার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ মে। ঠিক ওইদিনই নির্ধারিত ছিল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই সাংঘর্ষিক সূচির কারণে সিরিজ পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করছে তারা।
তবে স্বস্তির খবর হলো, সিরিজ পিছিয়ে গেলেও ম্যাচের সংখ্যা কমানো হচ্ছে না। আগের পরিকল্পনা অনুযায়ী পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজই অনুষ্ঠিত হবে। তবে পরিবর্তন এসেছে ভেন্যুতে। শুরুতে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম ও লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে রাখা হলেও এখন সবগুলো ম্যাচ একটি ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা চলছে।
পাকিস্তান গণমাধ্যমের তথ্য অনুসারে, বাংলাদেশ দল ২১ মে সংযুক্ত আরব আমিরাতে একটি সিরিজ শেষ করে সরাসরি পাকিস্তানে পৌঁছাবে। ২২ ও ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। এরপরই মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত সিরিজ।
এফটিপি অনুযায়ী সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিসিবি ও পিসিবি যৌথভাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নেয়।