images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএল নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের, যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

১৩ মে ২০২৫, ০৭:৩০ এএম

ভারত-পাকিস্তান সংঘাতে গত ৮ মে, পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচটি হঠাৎ করে স্থগিত হয়ে যায়। যখন পাকিস্তানের পক্ষ থেকে ভারতের চণ্ডীগড়ের আকাশপথে অনুপ্রবেশের চেষ্টা করা হয়। নিরাপত্তার খাতিরে পুরো এলাকায় ব্ল্যাকআউট কার্যকর করা হয়। এমন পপরিস্থিতিতে বন্ধ হয়ে যায় খেলা। এই ঘটনাই সাময়িকভাবে স্থগিত করা হয় আইপিএলের ১৮তম আসর।

এরপর থেকে জল্পনা শুরু হয় মাঠে গড়াবে তো এবারের আসর। গুঞ্জন উঠে আইপিএল সরে যেতে পারে ভারতের বাহির এ বছরের অন্য সময়ে।তবে সব জল্পনার অবসান ঘটিয়ে চলতি মাসেই আইপিএল ফিরছে মাঠে। বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। 

বিসিসিআই জানায়, আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে আইপিএলের এবারের আসর। টুর্নামেন্ট চলবে ৩ জুন পর্যন্ত ছয়টি ভেন্যুতে।

যেখানে লিগ পর্বের মোট ১৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লখনউ, আহমেদাবাদ ও মুম্বাইতে, থাকছে থাকছে দুটি ডাবল হেডার ম্যাচও।

১৭ মে ফেরার দিনেই থাকছে হাইভোল্টেজ ম্যাচ। বেঙ্গালুরুতে মুখোমুখি হবে র‍য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্স। টেবিলের শীর্ষে থাকা দলগুলো ইতিমধ্যেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় মেতেছে। গুজরাট টাইটানস ১৬ পয়েন্ট ও ০.৭৯৩ রান নেট রানরেটে সবার ওপরে। সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় অবস্থানে রয়েছে আরসিবি।তবে তাদের নেট রানরেট কিছুটা পিছিয়ে (০.৪৮২)। পাঞ্জাব কিংস তৃতীয়, আর মুম্বাই ইন্ডিয়ানস চতুর্থ স্থানে।

তবে টেবিলের এই হিসাব-নিকাশ যেকোনো সময় বদলে যেতে পারে। কারণ একদিকে যেমন রয়েছে বড় ম্যাচ, অন্যদিকে রয়েছে দেশের নিরাপত্তা পরিস্থিতি। যদিও বিসিসিআই আশাবাদী, অবশিষ্ট অংশ নির্বিঘ্নেই সম্পন্ন হবে।