images

স্পোর্টস / ফুটবল

অবশেষে আনচেলত্তিকে কোচ হিসেবে ঘোষণা করল ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

১২ মে ২০২৫, ০৯:০৬ পিএম

রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন কার্লো আনচেলত্তি। মৌসুম শেষে এই ইতালিয়ান কোচ যোগ দিচ্ছেন ব্রাজিল জাতীয় ফুটবল দলে। ৬৫ বছর বয়সী আনচেলত্তি লা লিগার চলতি মৌসুম শেষে, ২৬ মে থেকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের দায়িত্ব নেবেন।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচদের একজন হিসেবে বিদায় নিচ্ছেন তিনি। দুই দফায় রিয়ালের কোচ হিসেবে মোট ১৫টি শিরোপা জিতেছেন আনচেলত্তি। গত মৌসুমে তিনি রিয়ালকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার ডাবল জয়ে নেতৃত্ব দেন।

তবে এবার তার বিদায়টা হচ্ছে হতাশার মধ্যে দিয়ে। সর্বশেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হেরে শিরোপার দৌড়ে অনেকটাই ছিটকে পড়েছে রিয়াল। তিন ম্যাচ বাকি থাকতে বার্সার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে তারা। বার্সার নাটকীয় ভরাডুবি না হলে এই মৌসুমে কোনো ট্রফি ছাড়াই শেষ করতে যাচ্ছে রিয়াল যা গত চার বছরে প্রথমবার ঘটবে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন আনচেলত্তিকে "ফুটবলের এক কিংবদন্তি" আখ্যা দিয়ে এক বিবৃতিতে বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে একত্র হচ্ছে দুই মহারথী- ফিফা বিশ্বকাপের একমাত্র পাঁচবারের চ্যাম্পিয়ন দল এবং ইউরোপীয় ফুটবলে অসাধারণ রেকর্ডধারী একজন কোচ।” বিবৃতিতে আরও যোগ করা হয়, “আমরা আন্তরিকভাবে আনচেলোত্তিকে স্বাগত জানাচ্ছি এবং তার অধীনে একটি সফল অধ্যায়ের অপেক্ষায় আছি।”

Posted by Facebook on Date:

এছাড়া রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিবিএফ। তারা বলেন, “চুক্তির মেয়াদ থাকা সত্ত্বেও কোচকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আমরা রিয়াল সভাপতিকে ধন্যবাদ জানাই।”

আনচেলত্তির বর্তমান চুক্তি ছিল ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি জাতীয় দায়িত্বে যাচ্ছেন। দরিভাল জুনিয়রকে বরখাস্ত করার পর ব্রাজিল দলের কোচের পদ খালি হয়। আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলে হারের পর মার্চে তাকে বরখাস্ত করা হয়। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৪ ম্যাচে পাঁচটি হার নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। যদিও ২০২৬ বিশ্বকাপে খেলার দৌড়ে এখনো ভালো অবস্থানে আছে তারা।

আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম ম্যাচ দুটি হবে আগামী মাসে, প্রতিপক্ষ হবে প্যারাগুয়ে ও ইকুয়েডর। উল্লেখ্য, ২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। সর্বশেষ কোপা আমেরিকা জিতেছিল ২০১৯ সালে। ৩০ বছরের কোচিং ক্যারিয়ারে ইউরোপের বড় বড় ক্লাব, জুভেন্টাস, এসি মিলান, পিএসজি ও বায়ার্ন মিউনিখের দায়িত্ব পালন করেছেন আনচেলোত্তি। ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানি ও ইংল্যান্ড- এই পাঁচটি দেশের লিগ শিরোপা জয় করে গড়েছেন অনন্য এক রেকর্ড।

রিয়ালের ডাগআউটে আনচেলত্তির উত্তরসূরি হিসেবে আসছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার ও রিয়াল-লিভারপুল তারকা জাবি আলোনসো। ৪৩ বছর বয়সী এই কোচ গত শুক্রবার ঘোষণা দেন যে, চলতি মৌসুম শেষে তিনি বায়ার লেভারকুজেন ছাড়ছেন। ধারণা করা হচ্ছে, ক্লাব বিশ্বকাপ শুরু হওয়ার আগেই তাকে রিয়ালের কোচ হিসেবে চূড়ান্ত করতে চায় ক্লাবটি।