images

স্পোর্টস / ক্রিকেট

‘অধিনায়কত্ব করা ছাড়াও আমি খারাপ খেলেছি, এবার উল্টোও হতে পারে’

স্পোর্টস ডেস্ক

১২ মে ২০২৫, ০৭:৫৬ পিএম

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম প্রতিভাবান ক্রিকেটার লিটন দাস। তবে সবসময় নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এবার তার কাঁধে এসেছে নতুন দায়িত্ব। টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নেতৃত্ব দিবেন তিনি। অধিনায়কত্ব করতে গিয়ে নিজের পারফর্ম্যান্সটা ঠিকঠাক করতে পারবেন তো তিনি- এমন সংশয় আছে অনেকের মনেই। তপবে লিটন ভাবছেন, নেতৃত্ব দিতে গিয়ে উল্টোটাও হতে পারে।

অধিনায়কত্ব পাওয়ার পর নিজের প্রথম সিরিজ খেলতে যাবেন লিটন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এর আগে প্রথম সংবাদ সম্মেলনে এসেছিলেন লিটন। সেখানেই এমন আশাবাদের কথা শুনিয়েছেন লিটন।

তিনি বলেন, ‘অধিনায়কত্ব করা ছাড়াও তো আমি খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে এসেছি, এটা উল্টোও হতে পারে যে (অধিনায়ক হয়ে) আসার পর থেকে আমি ভালো খেলতে পারি। ইতিবাচক ও নেতিবাচক—দুইটা জিনিসই হতে পারে।’

নিজের সবশেষ তিন টি-টোয়েন্টির দুইটিতেই এক অঙ্কের ঘরে আউট হয়েছেন লিটন, একটিতে ডাক আরেকটিতে ৩ রান, এক ম্যাচে দুই অঙ্ক ছুলেও করতে পেরেছেন কেবল ১৪ রান। তবে ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করবেন বলেই জানিয়েছেন তিনি।

লিটন বলেন, ‘কিছু কিছু সময় থাকে, আপনি অনেক চেষ্টা করেও হয়তো সফল হবেন না। বিপরীত দিক দেখতে গেলে কিন্তু এমনও হয়, একজন ক্রিকেটার একটা সিরিজ, দুইটা সিরিজ খারাপ খেলে, আবার কামব্যাক করে। আমিও ওই চেষ্টাই করব। আমি যে ধরনের খেলোয়াড়, সে অনুযায়ী যেন বাংলাদেশকে দিতে পারি।’

নিজের ব্যাটিং পজিশন নিয়ে লিটন বলেন, ‘এ মুহূর্তে আমি কী চাই, আমার কী পছন্দ—অন্তত টি–টোয়েন্টি সংস্করণে আমি এই জিনিসটা দেখতে চাই না। আমি চাই দল যখন যেখানে যাকে বলবে, সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয়। অবশ্যই এমন কোনো দিন আসবে না আমি সাতে গিয়ে ব্যাটিং করছি। তাহলে বাংলাদেশ দল আমার কাছ থেকে কিছু পাবে না।’