স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ০৫:৫৫ পিএম
অবশেষে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন জাবি আলোনসো। চলতি বছরের গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের কোচ হিসেবে অভিষেক হবে স্প্যানিশ এই ট্যাকটিশিয়ানের।
ফুটবলে দলবদল বিষয়ক প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, রিয়ালের সঙ্গে তিন বছরের চুক্তিতে সই করেছেন আলোনসো। ২০২৮ সাল পর্যন্ত থাকছে সেই চুক্তির মেয়াদ। কোচিং স্টাফ নিয়েও সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ক্লাবটি। ফলে অন্তর্বর্তীকালীন কোচ নিয়োগের গুঞ্জন থেকেও সরে এসেছে রিয়াল, সরাসরি আলোনসোকে দিয়েই শুরু হচ্ছে নতুন অধ্যায়।
রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ও পরিচালনা পর্ষদের কাছে এই ক্লাব বিশ্বকাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এটি শুধু নতুন সংস্করণের প্রথম আসরই নয়, পাশাপাশি এতে রয়েছে প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর আর্থিক লাভ, যা ক্লাবটির জন্য বাড়তি প্রাপ্তি। কার্লো আনচেলত্তির বিদায়ের পর কোনও সময় নষ্ট না করেই দায়িত্ব নিচ্ছেন আলোনসো। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, গত সপ্তাহেই রিয়াল কর্তৃপক্ষ আলোনসোকে জানিয়ে দিয়েছে, ক্লাব বিশ্বকাপ দিয়েই শুরু হচ্ছে তার মাদ্রিদ অধ্যায়। ক্লাবের পক্ষ থেকে পরিষ্কার বার্তা, "নতুন যাত্রা শুরু হচ্ছে বিশ্বকাপ থেকেই।"
হঠাৎ পরিবর্তনের মধ্যেও ক্লাবের লক্ষ্য স্পষ্ট, ধারাবাহিকতা ও গতি ধরে রাখা। আনচেলত্তি চলে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলের কোচ হয়ে, আর আলোনসোর সামনে সময় খুবই কম নিজের পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এই দায়িত্ব তার জন্য কোনোভাবেই সহজ নয়। দলটি এই মৌসুমে নানা চ্যালেঞ্জে জর্জরিত, ইনজুরি, ক্লান্তি ও কিছু খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা। আর এর মাঝেই হাই-প্রেশার পরিবেশে ঢুকে পড়ছেন সাবি আলোনসো।
বিশ্বকাপের আগে অধিকাংশ খেলোয়াড় জাতীয় দলের সঙ্গে যোগ দেবে, ফলে ক্লাব পর্যায়ে অনুশীলনের সুযোগও কম পাবেন আলোনসো। তাই বড় কোনো কৌশলগত পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই এই মুহূর্তে। তবে গুঞ্জন আছে, পাঁচজন ডিফেন্ডার নিয়ে খেলার পরিকল্পনা করছেন তিনি। সেটি এই মৌসুম থেকেই শুরু হবে, নাকি ২০২৫-২৬ মৌসুমে গিয়ে তা দেখা যাবে, তা সময়ই বলবে।
বায়ার লেভারকুজেনে তার কাজ ছিল দুর্দান্ত। বুন্দেসলিগায় শিরোপা জিতে শুধু জার্মানিতেই নয়, গোটা ইউরোপেই আলোচনায় এসেছেন তিনি। ডাইনামিক ও ভারসাম্যপূর্ণ এক দল গড়ে তুলেছিলেন। খেলোয়াড় হিসেবে পাঁচ বছর রিয়ালে কাটানো আলোনসোর ফেরাটা তাই অনেকের কাছেই সময়ের ব্যাপার ছিল মাত্র।
শুক্রবার লেভারকুজেন ভক্তদের বিদায় জানিয়েছেন তিনি। তিন বছরের এই অধ্যায়কে বলেছেন “অবিশ্বাস্য” এবং “আবেগঘন।” একই সঙ্গে যোগ করেছেন, এটাই বিদায়ের সঠিক সময়, এখন সামনে তাকানোর সময়। সবকিছু ঠিক থাকলে, ক্লাব বিশ্বকাপ দিয়েই আলোনসোর নতুন অধ্যায় শুরু হচ্ছে। আলোয় ভরা সেই মঞ্চে এখন সবার চোখ এই তরুণ কোচের দিকেই।