images

স্পোর্টস / ক্রিকেট

তোমার চোখের জল কেউ দেখেনি— কোহলিকে নিয়ে আনুশকা শর্মা

স্পোর্টস ডেস্ক

১২ মে ২০২৫, ০৫:২৯ পিএম

বিরাট কোহলির হঠাৎ অবসর ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা। মাত্র ৩৬ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ানো অনেকের কাছেই অপ্রত্যাশিত। কেউ কেউ বলছেন, অন্তত আসন্ন ইংল্যান্ড সফর পর্যন্ত থাকা যেত। কিন্তু সেই সম্ভাবনাকে না করে, নিজের সিদ্ধান্তে অনড় থাকলেন কোহলি।

এই বিশেষ দিনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুশকা শর্মা একটি আবেগঘন পোস্ট ছুঁয়ে গেছে কোটি কোটি ভক্তের হৃদয়। তিনি লিখেছেন, ‘সবাই রেকর্ড আর মাইলস্টোন নিয়ে কথা বলে। কিন্তু আমি মনে রাখব, ওর কখনও না দেখা চোখের জল। যে যুদ্ধ কেউ কখনও দেখেনি। টেস্টের প্রতি ওর অপরিমীত ভালোবাসা। আমি জানি, তোমাকে কতটা দিতে হয়েছে। প্রতিটা টেস্ট সিরিজের পর তোমাকে আরও একটু উন্নতি করতে দেখেছি, তোমাকে আরও বিনীত হতে দেখেছি। তোমার এই বদলগুলো দেখতে পাওয়া আমার কাছে দারুণ এক প্রাপ্তি।’

Posted by Facebook on Date:

বিরাটের অবসর কি হঠাৎ? এই প্রশ্ন তুলে দিয়েছেন অনেকে। ৩৬ বছর বয়স তাঁর। আরও কয়টা বছর খেলতে পারতেন টেস্ট। অন্তত ইংল্যান্ড সফরটাতে থাকতে পারতেন দলের সঙ্গে। কিন্তু কয়েক দিনের গুঞ্জনকেই সত্যি করে দিলেন বিরাট। 

আনুশকা শর্মা বলেন, ‘অনেক সময় আমি মনে মনে কল্পনা করেছি, তুমি টেস্ট থেকে অবসর নিয়েছ। কিন্তু বরাবর তুমি তোমার হৃদয়ের ডাকই শুনেছ। আজ তোমাকে আমার ভালোবাসাটুকুই জানাব। যেটা তুমি এই যাত্রার মধ্যে দিয়ে অর্জন করেছ।’