স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ০২:২৮ পিএম
এবারের আইপিএলে বেশ ভালো অবস্থানে আছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। স্থগিত হওয়ার আগে খেলা ১১ ম্যাচের ৮টিতে জিতে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আরসিবি। আর এবারের আসরে বিরাট কোহলিদের উড়তে থাকার অন্যতম কারণ জশ হ্যাজলুডের উপস্থিতি। অজি এই পেসার ১০ ম্যাচ খেলে নিয়েছেন ১৮ উইকেট। ডেথ ওভারে তার বোলিং আরসিবিকে বেশ সাহায্য করেছে। তবে হ্যাজলউডকে নিয়েই শুরু হয়েছে বড় এক বিতর্ক।
ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে হ্যাজলউড সহ বাকি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররাও বাড়ি ফিরে গিয়েছেন। এদিকে আইপিএল আবার কবে শুরু হবে তা এখনো জানা যায়নি। এরই মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধ নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে হ্যাজলউড।
আরও পড়ুন- আবেগঘন বার্তায় অবসরের ঘোষণা দিলেন কোহলি
আরও পড়ুন- ভারতের মিসাইল হামলা থেকে যেভাবে অল্পের জন্য বেঁচেছেন অজি ক্রিকেটাররা
হ্যাজলুডের নামে টুইটারে খোলা হয়েছে ভুয়া এক অ্যাকাউন্ট। হ্যাজলউডের নামে ভ্যারিফাইড হলেও এঅ্যাকাউনের ইউজার নেম হিসেবে দেওয়া আছে হফ হ্যাজলউড না। এউই অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট দিয়ে ভারতীয় সেনাদের নিয়ে সাফাই গাওয়া হয়েছে।
হ্যাজলউডের নামের সেই অ্যাকাউন্ট থেকে পোস্ট করে বলা হয়েছে, ‘একজন অস্ট্রেলীয় ক্রিকেটার হিসেবে আমি বিশ্বাস করি —যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া মানে মাথা উঁচু করে দাঁড়ানো। যেমনটি করেন আমাদের সাহসী ভারতীয় সশস্ত্র বাহিনীর সদস্যরা, পাকিস্তানভিত্তিক জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ের বেলায় করছেন।’
সেই পোস্টে আরও বলা হয়েছে, ‘ভারতের সৈনিকদের উদ্দেশে আমি মন থেকে বলতে চাই—আপনারা সত্যিই কিংবদন্তি। আপনাদের সাহস, ত্যাগ এবং দেশের সুরক্ষায় অটুট অঙ্গীকার আমাকে–সহ কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে।’
এদিকে হ্যাজলউডের অ্যাকাউন্ট থেকে এমন পোস্ট দেখে ভারতীয় সমর্থকরা বেশ আনন্দিত। তবে পাকিস্তানের সমর্থকরা আবার বেজায় চটেছেন। ফলে এ নিয়ে শুরু হয় চরম বিতর্ক। আর বিতর্কের কারণেই পরে জানা যায় যে সেই অ্যাকাউন্টের মালিক অজি পেসার হ্যাজলউড নন।

শুধু তাই নয়, হ্যাজলউডের তরফ থেকে জানা যায়, অজি এই পেসারের শুরু টুইটার নয়, কোনো সামাজিকমাধ্যমেই কোনো অ্যাকাউন্ট নেই। নিউজ কর্পকে দেওয়া সাক্ষাৎকারে হ্যাজলউডের ম্যানেজার নেইল ম্যাক্সওয়েল বলেন, সামাজিক মাধ্যমে সক্রিয় নন অজি এই পেসার।
এদিকে এ নিয়ে বিতর্ক মাথা চাড়া দিলে হ্যাজলউড নামের সেই অ্যাকাউন্ট থেকে পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে।