স্পোর্টস ডেস্ক
১২ মে ২০২৫, ১১:৪৫ এএম
ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ওপেনার রোহিত শর্মা। সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। এরপর থেকে আলোচনায় এসেছে ওয়ানডকে কবে বিদায় বলছেন এই হিটম্যানখ্যাত তারকা। অধিনায়ক রোহিত শেষমেশ মুখ খুললেন নিজের ওয়ানডে ক্যারিয়ার নিয়েও। বর্ষীয়ান এই ওপেনার জানিয়েছেন, এখনও তিনি খেলা চালিয়ে যেতে প্রস্তুত, তবে সঠিক সময় এলেই নিজে থেকেই অবসর নিয়ে নেবেন।
লাল বলের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এক সাক্ষাৎকারে রোহিত বলেন, ‘আমি যেমন খেলতাম, এখন আর তেমন খেলি না। আগে প্রথম ১০ ওভারে ৩০ বল খেলে হয়তো ১০ রান করতাম। কিন্তু এখন যদি ২০ বল খেলি, তাহলে কেন ৩০, ৩৫ বা ৪০ রান করতে পারব না? যেদিন ছন্দে থাকি, সেদিন প্রথম ১০ ওভারেই ৮০ রান করাও খারাপ কিছু না। এখন এভাবেই ভাবি।’
তিনি আরও বলেন, ‘আমি আমার দায়িত্ব পালন করেছি, যত রান করার ছিল করেছি। এখন ক্রিকেটকে অন্যভাবে খেলতে চাই। কিছুই আমি স্বাভাবিকভাবে নিচ্ছি না। ধরে নেওয়ার কিছু নেই যে ২০-৩০ রান করেই আমি খেলতে থাকব। যেদিন মনে হবে মাঠে নিজের মতো করে খেলতে পারছি না, সেদিনই খেলা ছেড়ে দেব। কিন্তু এখনো আমি জানি, আমার পারফরম্যান্স দলের কাজে লাগছে।’
৩৭ বছর বয়সী রোহিত এরইমধ্যে তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টেনেছেন ২০২৪ সালের বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর। টেস্ট ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন সম্প্রতি, যেখানে ৬৭টি ম্যাচে করেছেন ৪,৩০১ রান, সর্বোচ্চ ইনিংস ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০১৯ সালে ২১২ রানের।
তবে ওয়ানডে ক্রিকেটে এখনও দলের ভরসার প্রতীক রোহিত। এখন পর্যন্ত ২৭৩টি ম্যাচে ৪৮.৭৬ গড়ে করেছেন ১১,১৬৮ রান। তার নেতৃত্বে ভারত ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এ বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে, যা তাকে ভারতের সেরা সাদা বলের অধিনায়কদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।