images

স্পোর্টস / ক্রিকেট

ভারতের মিসাইল হামলা থেকে যেভাবে অল্পের জন্য বেঁচেছেন অজি ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক

১১ মে ২০২৫, ০৮:২৮ পিএম

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর চার্টার্ড বিমানে দুবাই যাওয়ার পথে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন অস্ট্রেলিয়া ও অন্যান্য দেশের একদল আন্তর্জাতিক ক্রিকেটার। ১০ মে শনিবার সকালে তারা রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি থেকে রওনা দেন। ঠিক তিন ঘণ্টা পরই ওই বিমানঘাঁটিতেই ভারতের পাল্টা মিসাইল হামলা হয়।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, শন অ্যাবট, বেন ডোয়ারশুইস, অ্যাশটন টার্নার এবং মিচ ওউয়েন ছিলেন সেই ফ্লাইটে। এছাড়া নিউজিল্যান্ডের কয়েকজন ক্রিকেটার এবং খেলা সংশ্লিষ্ট আরও কর্মকর্তারা সেই বিমানে ছিলেন। ক্রিকেটারদের বহনকারী বিমান আকাশে উড়ার কয়েক ঘণ্টা পরই ভারত পাকিস্তানের তিনটি সামরিক বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

76d3acb8242b6f2eac69bf82a8d483a97e346e517404a94b2a7f860926ed16f2

এর মধ্যে ছিল নূর খান বিমানঘাঁটিও, যেখান থেকে খেলোয়াড়, কর্মকর্তা ও সম্প্রচারকারীরা উড়ে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে। নূর খান ঘাঁটিটি পাকিস্তানের সেনাবাহিনীর সদর দফতরের কাছাকাছি এবং ইসলামাবাদ থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, সেখানে একাধিক বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখেছেন বলেও জানিয়েছেন।

৯ মে শুক্রবার, পিএসএলের বাকি আটটি ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই টুর্নামেন্ট স্থগিত করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয় পিসিবি। ৮ ও ৯ মে পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা প্রতিহত করার পর পরিস্থিতি আরও খারাপ হয়। পিসিবি তাদের বিবৃতিতে জানায়, সীমান্তের "অবনত পরিস্থিতির" কারণে তারা লিগ বন্ধ করতে বাধ্য হয়েছে।

এদিকে উত্তেজনার কারণে পিএসলের মত আইপিএলও স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে ভারত-পাকিস্তান দুই দেশই যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। এরপর আইপিএল শুরুর তোড়জোড় শুরু হয়েছে। এক সপ্তাহের মধ্যেই আবার আইপিএল শুরু করতে চায় বিসিসিআই, এমনটাই জানা গিয়েছে। তবে পিএসএল এর ভবিষ্যতে কি আছে তা এখনো জানা যায়নি।