স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫, ০৩:০৭ পিএম
ভারত-পাকিস্তানের সংঘর্ষ যখন চতুর্থ দিন পার করছিল, তার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এটি জানানোর পরই ভারত ও পাকিস্তান দুই দেশের পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়। তবে যুদ্ধবিরতি ঘোষণার কিছু ঘণ্টার মধ্যেই পাকিস্তান ফের হামলা চালায় ভারতে। যা নিয়ে দুই দেশের সীমান্ত পরিস্থিতি উত্তপ্ত ছড়াতে থাকে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানালেন ভারতের সাবেক ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ। তার বক্তব্যে ফুটে উঠেছে ক্ষোভ ও চরম অসন্তোষ।
১৯৯৬, সেই সময়ে ক্রিকেট বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচে ভারতের বেঙ্কটেশ প্রসাদকে পাকিস্তানের আমির সোহেল কড়া চ্যালেঞ্জ দিয়েছিলেন। প্রসাদের বলে চার মেরে তাঁকে নিয়ে ঠাট্টা করেছিলেন আমির সোহেল। তারপরেই সোহেলকে বোল্ড করে পাকিস্তানকে জবাব দিয়েছিলেন বেঙ্কটেশ প্রসাদ। এরপরে ভারতীয় বোলারের প্রতিক্রিয়া আজও ক্রিকেটভক্তরা মনে রেখেছেন। এবার মাঠের বাইরে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে তুলোধোনা করলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন, ‘ওই দেশে তিনটি শক্তিকেন্দ্রে রয়েছে সেনাবাহিনী, আইএসআই ও প্রধানমন্ত্রী। এই তিনের মধ্যে যদি একজনও কিছুতে রাজি হয়, বাকি দুজন রাজি না হলে কিছুই সম্ভব নয়।’
তিনি আরও জানান, গত তিনদিনের উত্তেজনা যথেষ্ট ছিল না, এবার পাকিস্তানকে উচিত শিক্ষা দেবে ভারত। বেঙ্কটেশ প্রসাদ লেখেন, ‘গত তিন দিন যথেষ্ট ছিল না, এবার এই উস্কানির জবাবে ভারত পাকিস্তানকে চিরকালের মতো শিক্ষা দেবে।’
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন পর্যটক। এর জবাবে ভারত ৭ মে চালায় ‘অপারেশন সিঁদুর’, যেখানে পাকিস্তানের অভ্যন্তরে থাকা নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। এর পরেই যুদ্ধবিরতির ঘোষণা করে দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশনস।
কিন্তু ১০ মে সন্ধ্যায় শ্রীনগরে বিস্ফোরণের ঘটনা ও পাকিস্তানি ড্রোনের অনুপ্রবেশে উত্তেজনা চরমে ওঠে। ভারতীয় এয়ার ডিফেন্স বাহিনী ড্রোন গুলি করে নামায় রাজস্থানের পোকরণ ও কাশ্মীরের বারামুল্লায়।