স্পোর্টস ডেস্ক
১১ মে ২০২৫, ০১:৫২ পিএম
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার পর আবারও মাঠে গড়াতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দীর্ঘ অনিশ্চয়তার পর টুর্নামেন্টটি পুনরায় শুরুর ইঙ্গিত মিলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিসিবি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে ইসলামাবাদে অবস্থিত রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাকি আটটি ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা করছে বোর্ড।
তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। এর আগে, সীমান্তে তীব্র উত্তেজনার প্রেক্ষিতে পিএসএলের দশম আসরের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছিল পিসিবি। সেই সময় ৭৮টি ভারতীয় ড্রোন অনুপ্রবেশ ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ তুলে পরিস্থিতিকে 'ভারতের বেপরোয়া আগ্রাসন' বলে অভিহিত করেছিল পাকিস্তান।
পিসিবি আরও জানায়, বিদেশি ক্রিকেটারদের মানসিক চাপ এবং তাদের পরিবারের নিরাপত্তাজনিত উদ্বেগ বিবেচনায় নিয়েই স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চলতি মৌসুমে এখন পর্যন্ত ২৭টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাকি রয়েছে প্লে-অফসহ মাত্র আটটি ম্যাচ, যার ফলাফল নির্ধারণ করবে শিরোপার ভাগ্য।