স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫, ০১:১৩ পিএম
সিলেটের মাঠে এক ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। আজ কিউইদের হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে টাইগাররা। ইয়াসির আলির ৬৩ রানের ইনিংসের পর নাসুম আহমেদ শেষদিকে করেন গুরুত্বপূর্ণ ৬৭ রানের ২২৬ রানে গুটিয়ে যায় নুরুল হাসান সোহানের দল।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যর্থ হন টাইগার ওপেনাররা। ইনিংসের প্রথম ওভারেই নাইম শেখ আউট হয়ে ফেরেন মাত্র ৪ রান করে। তার পরপরই বিদায় নেন এনামুল হক বিজয়, করেন কেবল ২ রান।
এরপর ইনিংস কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন সাইফ হাসান ও ইয়াসির আলি চৌধুরী। সাইফ ৩১ রান করে ফিরলেও ইয়াসির খেলেন দায়িত্বশীল ৬৩ রানের একটি ইনিংস। তবে মিডল অর্ডারে একে একে ফিরতে থাকেন আফিফ হোসেন (১), নুরুল হাসান সোহান (১২) এবং মোসাদ্দেক হোসেন সৈকত (৪)। এই তিনজনই আউট হন কিউই বোলার আদি আশোকের শিকার হয়ে।
শেষ দিকে দলের হাল ধরেন নাসুম আহমেদ। ইনিংসের ৪২তম ওভারে ফিফটি পূর্ণ করেন এই অলরাউন্ডার। ৭৮ বল খেলে ৬৭ রানের লড়াকু ইনিংস খেলেন তিনি। কিন্তু তার বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি, ফলে ৪৮.১ ওভারে ২২৭ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
সিরিজ ইতোমধ্যে নিজেদের করে নিলেও, শেষ ম্যাচে হোয়াইটওয়াশের সুযোগ হাতছাড়া হওয়ার শঙ্কায় রয়েছে টাইগাররা। এখন বোলারদের ওপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।