images

স্পোর্টস / ফুটবল

রিয়ালের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন আলোনসো!

স্পোর্টস ডেস্ক

০৯ মে ২০২৫, ০৭:৪২ পিএম

জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদের কোচ হওয়া এখন আর গুঞ্জন নয়। বিভিন্ন সূত্র বলছে, এটা এখন একেবারে ‘ডান ডিল’।

বায়ার লেভারকুজেনের কোচ আলোনসোকে শুরু থেকেই আনচেলত্তির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছিল। এবার যখন ইউরোপিয়ান আসরে রিয়ালের পারফরম্যান্স ছিল হতাশাজনক এবং বার্সার বিপক্ষে দুইটি ফাইনাল হারের ধাক্কা এসেছে, তখন সবচেয়ে সফল কোচ কার্লো আনচেলত্তির পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র।

স্প্যানিশ ক্রীড়াসংবাদমাধ্যম ‘মার্কা’ প্রথম জানায়, আলোনসোর সঙ্গে রিয়ালের সব কিছু চূড়ান্ত হয়েছে। সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ক্লাবটি। তার সঙ্গে রিয়ালে যোগ দিচ্ছেন সহকারী কোচ সেবাস পাররিলা ও ফিটনেস কোচ আলবার্তো এনসিনাস।

আনচেলত্তি আগামী ২৫ মে, লা লিগার শেষ ম্যাচের পর রিয়াল ছাড়বেন বলে জানা গেছে। তার বিদায় চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে আলোনসো চুক্তিতে সই করবেন, এ তথ্য দিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

জার্মানির স্কাই স্পোর্টসের সাংবাদিক ফ্লোরিয়ান প্লেটেনবার্গও একই তথ্য দিয়েছেন এবং জানিয়েছেন, আলোনসোর লেভারকুজেন ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হতে পারেন ম্যানইউর সাবেক কোচ এরিক টেন হাগ। তালিকায় আরও আছেন বার্সার সাবেক তারকা জাভি হার্নান্দেজ, সেস ফ্যাব্রেগাস এবং রিয়াল যুব দলের কোচ আলভারো আরবেলোয়া।

তবে মার্কা জানাচ্ছে, এই চুক্তির বাস্তব রূপ পেতে সময় লাগতে পারে। আলোনসো হয়তো দায়িত্ব নেবেন ক্লাব বিশ্বকাপের পর, অর্থাৎ জুলাইয়ের শেষ দিকেও তা হতে পারে।

সেই সময় পর্যন্ত কোচের দায়িত্ব সাময়িকভাবে পালন করতে পারেন রিয়ালের ফুটবল পরিচালক ও সাবেক কোচ সান্তিয়াগো সোলারি, যিনি আগে রিয়ালের হয়ে ৩২টি ম্যাচ পরিচালনা করেছেন ডাগআউট থেকে।

সবমিলিয়ে, রিয়াল মাদ্রিদে সামনে একটা রোমাঞ্চকর পরিবর্তনের সময় আসছে। নতুন কোচ, নতুন পরিকল্পনা আর ভবিষ্যতের জন্য তৈরি এক নতুন অধ্যায়ের সূচনা।