স্পোর্টস ডেস্ক
০৯ মে ২০২৫, ০৩:৫২ পিএম
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ হিসেবে আন্দ্রে এডামসের সময়টা শেষের পথে। চুক্তির মেয়াদ এখনও শেষ হয়নি, তবে আগেভাগেই বিদায় জানাতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি দুই বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন নিউজিল্যান্ডের সাবেক এই পেসার।
তবে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও, কোচিং স্টাফে রদবদলের সম্ভাবনা এখন প্রবল। পেসারদের প্রত্যাশিত উন্নতি না হওয়ায় এডামসের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে টিম ম্যানেজমেন্টে।
জানা যায়, এডামসকে সরিয়ে দিয়ে নতুন পেস বোলিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা শন টেইটকে। সাম্প্রতিক জিম্বাবুয়ে সিরিজে দলের সঙ্গে থাকলেও সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে শুরু হওয়া কন্ডিশনিং ক্যাম্পে এডামসের অনুপস্থিতি গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমে জানান, 'চুক্তি বাতিল হবে কি না নিশ্চিত না, তবে তিনি আর থাকছেন না, এটা প্রায় নিশ্চিত।'
এডামসের জায়গায় আসার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন শন টেইট। পাকিস্তান দলের পেস বোলিং কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। যদিও প্রাথমিক তালিকায় ছিলেন পাকিস্তানের সাবেক পেসার উমর গুলও, তবে আন্তর্জাতিক কোচিং অভিজ্ঞতায় টেইটের দিকেই ঝুঁকছে বিসিবি।
সূত্র জানায়, 'আমরা টেইট আর উমর গুল; দুজনকেই বিবেচনায় রেখেছিলাম। তবে টেইটের আন্তর্জাতিক কোচিং অভিজ্ঞতা বেশি, তাই তাকেই এগিয়ে রাখছে বোর্ড।'
আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাত সফরের আগেই নতুন পেস বোলিং কোচ হিসেবে শন টেইটের নাম চূড়ান্ত হতে পারে।