images

স্পোর্টস / ক্রিকেট

সোহান-অঙ্কনের জোড়া শতকে রানের পাহাড় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

০৭ মে ২০২৫, ০১:৫৬ পিএম

সিলেটে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ 'এ' দল। প্রথম ম্যাচ জিতে সিরিজে ইতিমধ্যে এগিয়ে রয়েছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে নেমে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। অধিনায়ক নুরুল হাসান সোহান এবং মাহিদুল ইসলাম অঙ্কনের দুর্দান্ত শতকে ভর করে ৫ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিকরা।

এদিন টস জিতে প্রথমে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক। কিন্তু সে সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরে আসে। ওপেনার পারভেজ হোসেন ইমন মাত্র ৮ রানে ফিরে গেলেও এনামুল হক বিজয় ৩৯ এবং মোহাম্মদ নাঈম শেখ ৪০ যোগ করেন গুরুত্বপূর্ণ রান। 

এরপর ক্রিজে এসে মাহিদুল ইসলাম অংকন ও অধিনায়ক সোহান গড়েন ২২৫ রানের দুর্দান্ত জুটি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে সোহান ৭টি চার ও ৭টি ছক্কায় সাজান ১১২ রানের ইনিংস। অংকনও খেলেন নান্দনিক এক সেঞ্চুরি, শেষ ওভারের আগেই ১০৫ রানে থামেন তিনি। 

বাকি সময়ে দলকে সাড়ে তিনশ অব্দি পৌঁছে দেন মোসাদ্দেক হোসেন ১৩। কিউই বোলারদের বাজে দিনে দুটি উইকেট নিয়েছেন ক্রিস্টিয়ান ক্লার্ক, খরচ করতে হয়েছে ৭১ রান। একটি করে উইকেট জাকারি ফলকেস ও আদিত্য অশোক। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ পৌঁছে যায় ৩৪৪ রানে।