স্পোর্টস ডেস্ক
০৭ মে ২০২৫, ১২:৫১ পিএম
ম্যাড়ম্যাড়ে শুরু হলেও শেষ পর্যন্ত রোমাঞ্চে ঠাসা এক সেমিফাইনাল দেখল ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলান ও বার্সেলোনার লড়াই গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত ৪-৩ গোলে ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে ফাইনালের টিকিট নিশ্চিত করে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান।
মিলানের সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যায় স্বাগতিক ইন্টার। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচে ফেরে বার্সেলোনা। শেষদিকে আরও একটি গোল করে এগিয়ে যায় কাতালান ক্লাবটি। কিন্তু শেষ মুহূর্তে গোল হজম করে সমতায় ফেরে ইন্টার। অতিরিক্ত সময়ে গিয়েই নির্ধারিত হয় বিজয়ী।
বার্সেলোনা ২০১৫ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার কাছাকাছি গিয়েও হেরে যায় সেমিফাইনালে। মাঝে ২০১৮ ও ২০১৯ সালে রোমা ও লিভারপুলের বিপক্ষে লজ্জার হার, এমনকি সাম্প্রতিক সময়ে ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা সব মিলিয়ে তাদের জন্য এটি ছিল ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ।
তবে হারের পরও হতাশ নন বার্সেলোনার নতুন কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচ শেষে তিনি বলেন, 'এই দলের খেলোয়াড়রা ইউরোপে সম্মান পাওয়ার যোগ্য। তবে আমরা শিরোপা জয়ের জন্য খেলি। পরের মৌসুমে চ্যাম্পিয়ন হতে চাই, চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমাদের অন্যতম লক্ষ্য।'
দলের উন্নয়ন প্রসঙ্গে তিনি যোগ করেন, 'রক্ষণভাগে আরও অনেক কিছু করার আছে। ইন্টারের স্ট্রাইকাররা দারুণ খেলেছে, তারা অভিজ্ঞ। আমাদের দলে অনেক তরুণ, তাই উন্নতির জায়গা আছে। রক্ষণে ও আক্রমণেও উন্নতি করতে হবে।'