images

স্পোর্টস / ক্রিকেট

তাসকিনের ফেরার সময় জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক

০৬ মে ২০২৫, ০৯:৫১ পিএম

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। ১-১ সমতায় শেষ হওয়া এ সিরিজে খেলতে পারেননি তাসকিন আহমেদ। লাল বলের ক্রিকেটের পর এবার রঙিন পোশাকে মাঠে নামতে চলেছে লাল-স্পবুজের দল। সংযুক্ত আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তবে আসন্ন জিম্বাবুয়ে সিরিজের মত আসন্ন এ দুই সিরিজেও খেলা হচ্ছে না তাসকিন আহমেদের।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগেই মাঠের বাইরে যেতে হয় তাসকিনকে। গোড়ালির সমস্যায় ভুগছিলেন তিনি। এ চোটের কারণেই ইংল্যান্ডের চিকিৎসকের পরামর্শ নিতে হয়েছে তাঁকে। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তাসকিনের মাঠে ফেরারঅপেক্ষা আরও বাড়ছে।

গত মাসের শেষ দিকে লন্ডন গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শ নেন তাসকিন। অ্যাঙ্কেল সার্জন, স্পোর্টস ফিজিশিয়ান ও স্পোর্টস ফিজিও থেরাপিস্টের কাছে পরামর্শ নেওয়ার পর জানা গেছে, অ্যাঙ্কেলের চোটে আরও এক মাসের পুনর্বাসন প্রক্রিয়ার পর ম্যাচ খেলতে পারবেন তিনি।

তাসকিনের চোট নিয়ে এখনই অপারেশনে যেতে চান না চিকিতসকরা। এর বদলে তাঁকে এক মাসের পুনর্বাসনে থাকতে বলা হয়েছে। এক মাস পুনর্বাসন করার পর তাসকিন ম্যাচ খেলার জন্য ফিট হবেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে তাসকিনের ফেরার সময় জানিয়ে এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, “বিশেষজ্ঞদের বিশ্বাস, এই মুহূর্তে অস্ত্রোপচার ছাড়া চিকিৎসাই তাসকিনের জন্য সবচেয়ে ভালো হবে। পুনর্বাসন প্রক্রিয়ায় ধীরে ধীরে তার ফিটনেস আগের জায়গায় ফিরবে এবং অ্যাঙ্কেলের টেন্ডনের অবস্থার উন্নতি হবে। তার সেরে ওঠার ব্যাপারে আমরা আশাবাদী।”

আগামী জুন-জুলাইতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। আসন্ন এ সিরিজ দিয়েই তাসকিন মাঠে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরি।