images

স্পোর্টস / ফুটবল

ফাইনালে যেতে ইয়ামালকে ঠেকাতেই হবে- ইন্টার কোচ

স্পোর্টস ডেস্ক

০৬ মে ২০২৫, ০৭:৩৬ পিএম

বার্সেলোনার উঠতি তারকা লামিনে ইয়ামালোকে ঠেকানো কঠিন। তবু কাতালান ক্লাবটির বিপক্ষে জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মিলান। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগের আগে এমনটাই জানিয়েছেন ইন্টার কোচ সিমোনে ইনজাগি।

গত বুধবার অলিম্পিক স্টেডিয়ামে হওয়া প্রথম লেগে ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল। সেই ম্যাচে দুর্দান্ত খেলেছেন মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল। এবার সান সিরোয় ফিরতি লেগ, যেখানে ফাইনালে ওঠার লড়াইটা আরও জমে উঠেছে।

ম্যাচের আগে ইনজাগি সাংবাদিকদের বললেন, "আমরা চাচ্ছি ওকে (ইয়ামালকে) বলের বাইরে রাখতে, কিন্তু সত্যি বলতে ওকে থামানো প্রায় অসম্ভব। ডাবল মার্কিং হোক বা একজন প্লেয়ার, তাকে সব সময় অনুসরণ করবে। আমরা চেষ্টা করব ওর ওপর সর্বোচ্চ নজর রাখতে।"

"ইয়ামাল দুর্দান্ত প্রতিভা। মাঠে ওকে সামনে থেকে দেখলে বোঝা যায় কতটা বিপজ্জনক সে। সবাই ওকেই বল দেয়। কিন্তু যেটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হলো ওর চিন্তার গতি, বল পাওয়ার আগেই ও জানে পরবর্তী পদক্ষেপ কী হবে", বলেন ইনজাগি। 

বার্সার আক্রমণভাগে শুধু ইয়ামালই নন, ফিট হয়ে দলে ফিরেছেন রবার্ট লেভানদভস্কিও। চোটের কারণে গত চারটি ম্যাচ মিস করলেও ইন্টারের বিপক্ষে খেলতে প্রস্তুত তিনি। আছেন রাফিনহাও। তবু আশাবাদী ইনজাগি, কারণ ঘরের মাঠে খেলা আর প্রথম লেগে বার্সার সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করার আত্মবিশ্বাসটা তো আছেই।

"প্রথম লেগেই আমরা ওদের শক্তি বুঝে গেছি," বলেন ইনজাগি। "তবু আশা করি ফিরতি লেগে দুর্দান্ত এক ইন্টারকে দেখতে পাবেন। এই ম্যাচের গুরুত্ব আমরা জানি।"

"আমাদের নিখুঁত পারফরম্যান্স দেখাতে হবে। মাথা ঠান্ডা রাখতে হবে। দলটা বিশ্বাস করছে যে আমরা এই ম্যাচ জিততে পারি এবং সবাই এই মুহূর্তটার জন্য অপেক্ষা করছে। একটা ফাইনালের মতোই পরিস্থিতি। আর সেটা ঘরের মাঠে, নিজেদের সমর্থকদের সামনে খেলতে পারা, এটা বাড়তি প্রেরণা দেবে", বলেন তিনি। 

ইন্টারের দলে নতুন করে কোনো চোট সমস্যা নেই। সপ্তাহান্তে ভেরোনার বিপক্ষে সিরি আ'র ম্যাচে ১০টি পরিবর্তন এনে ১-০ গোলে জয় পায় তারা, যা তাদের লিগ টেবিলে শীর্ষে থাকা নাপোলির থেকে তিন পয়েন্ট দূরত্বে রেখেছে।

তবে এখনো অনিশ্চয়তা রয়েছে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বেঞ্জামিন পাভার্ড ও লাওতারো মার্টিনেজকে নিয়ে। পাভার্ড গত দুই ম্যাচে খেলেননি গোড়ালির চোটে। আর লাওতারো প্রথম লেগে বার্সার বিপক্ষে হাফটাইমেই মাঠ ছেড়েছিলেন। ইনজাগি জানান, "পাভার্ড রবিবার অনুশীলনের কিছুটা অংশ করেছে এবং ভালো অনুভব করেছে। লাওতারো এক সপ্তাহ মাঠের বাইরে, কাল দেখব সে কেমন অনুভব করে এবং তখনই সিদ্ধান্ত নেব।"