images

স্পোর্টস / ক্রিকেট

এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি

স্পোর্টস ডেস্ক

০৬ মে ২০২৫, ১১:২৪ এএম

ভারতের জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামি সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন। একই সঙ্গে তাঁর কাছে ১ কোটি রুপি মুক্তিপণও দাবি করা হয়েছে। ঘটনার পর উত্তর প্রদেশের আমরোহা জেলার সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

শামির ভাই হাসিব এফআইআরটি দায়ের করেন। অভিযোগপত্র অনুযায়ী, 'রাজপুত সিন্দর' নামে একজন ব্যক্তির কাছ থেকে এই হুমকি ই-মেইলের মাধ্যমে আসে। সেই ই-মেইলের ভিত্তিতেই অভিযুক্তের নাম এফআইআরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। আমরোহার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট মামলাটি ইন্ডিয়ান পেনাল কোড-২০২৩ এর ধারা ৩০৮(৪) এবং আইটি অ্যাক্ট ২০০৮ এর ধারা ৬৬ডি ও ৬৬ই অনুসারে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

এর আগেও ভারতের সাবেক ক্রিকেটার ও বর্তমান কোচ গৌতম গম্ভীর একই ধরনের হুমকি পেয়েছিলেন। তখনও তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে ভারতীয় ক্রীড়াঙ্গনে।

চলতি আইপিএল মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি মোহাম্মদ শামি। ৯ ম্যাচে তিনি নিয়েছেন মাত্র ৬টি উইকেট। তবে আন্তর্জাতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে তাঁর অবদান ছিলো প্রশংসনীয়।