images

স্পোর্টস / ক্রিকেট

কিউইদের ৫ ব্যাটার আউট ০ রানে, বাংলাদেশের সহজ জয়

স্পোর্টস ডেস্ক

০৫ মে ২০২৫, ০৩:৫৮ পিএম

ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মাঠে নেমেছিল দুই দল। সিলেটে টস জিতে আগে ব্যাটিং করেছে কিউই যুবারা। তবে টাইগার বোলারদের তোপের মুখে সুবিধা করে ওঠতে পারেনি সফরকারীরা। শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তানভির সোহেলদের তোপের মুখে নিউজিল্যান্ডের প্রথম ৫ ব্যাটারের চারজনই ফিরেন ০ রানে। শেষ পর্যন্ত ব্ল্যাকক্যাপসরা থামে ১৪৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটের সহজ জয় পায় স্বাগতিকরা।

আগে ব্যাত করতে নেমে নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় দলীয় ৫ রানেই। ওপেনার ডেল ফিলিপ্স আউট হন ০ রানে। এরপর দলটির পরের ৩ ব্যাটারও রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন। শরিফুল-খালেদ-তানভীরদের তোপের মুখে আউট হন কিউই ব্যাটাররা।

তবে ব্যাটিং বিপর্যয়ের মাঝেও দুর্দান্ত খেলেছেন ওপেনার রিস মারিউ এবং আটে নামা ডিন ফক্সক্রফট। মারিউ ফিফটি করতে না পারলেও ফক্সক্রফট খেলেছেন ৭২ রানের ইনিংস। এ দুজনের ব্যাটিংয়ের সুবাদেই শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে অল আউট হওয়ার আগেই ১৪৭ রান করতে পারে নিউজিল্যান্ড। টাইগারদের হয়ে আজ ৩টি করে উইকেট নিয়েছেন খালেদ ও তানভির।

এদিকে ১৪৮ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে তিন উইকেট হারালেও সহজ জয়ই পায় বাংলাদেশ। দুই ওপেনার মোহাম্মদ নাইম ও পারভেজ হোসেন ইমন বড় রানের দেখা না পেলেও এনামুল হকে ৩৮ ও মাহিদুল ইসলাম অঙ্কনের ৪২ রানের ইনিংসের সুবাদে ২৭.২ ওভারেই জয়ের দেখা পায় বাংলাদেশ।