images

স্পোর্টস / ফুটবল

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন, শিরোপা অপেক্ষা ফুরলো হ্যারি কেইনের

স্পোর্টস ডেস্ক

০৫ মে ২০২৫, ০৮:৫৭ এএম

অবশেষে দীর্ঘ ক্যারিয়ারের শিরোপা খরা কাটালেন হ্যারি কেইন। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের হয়ে বুন্দেসলিগার শিরোপা জিতে পেলেন ক্যারিয়ারের প্রথম ট্রফির স্বাদ।

ফ্রেইবুর্গের বিপক্ষে বায়ার লেভারকুসেনের ২-২ গোলে ড্র করার ফলে ৩৩তম বুন্দেসলিগা শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

এর আগের দিনই শিরোপা নিশ্চিতের সুযোগ ছিল বায়ার্নের সামনে। কিন্তু লাইপজিগের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করায় সেদিন শিরোপা উৎসব পিছিয়ে যায়। 

এই ম্যাচে অবশ্য কার্ড নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারেননি কেইন। তবে স্ট্যান্ডে বসেই তিনি উপভোগ করেন ম্যাচটি।

৩২ ম্যাচ শেষে বায়ার্নের পয়েন্ট এখন ৭৬, সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেভারকুসেন। আর মাত্র দুটি ম্যাচ বাকি থাকায় শিরোপা নিশ্চিত হয়ে গেছে আগেই।

শিরোপা জয়ের পর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ট্রফির ইমোজি পোস্ট করেন কেইন। ক্লাব ও দেশের হয়ে ৬৯৪ ম্যাচ খেলার পর এবারই প্রথম শিরোপার স্বাদ পেলেন এই ইংলিশ স্ট্রাইকার। 

এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ কাপ এবং ইউরো ফাইনালে পৌঁছেও বারবার হতাশা সঙ্গী হয়েছিল তাঁর।