images

স্পোর্টস / ক্রিকেট

যে কারণে বিশ্বকাপ জিতেই অবসর নিয়েছেন কোহলি

স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৫, ১২:২৬ পিএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে হঠাৎ অবসর নিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন বিরাট কোহলি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পরই রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার সঙ্গে তিনিও ছোট ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানান। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে থাকা কোহলির ব্যাটিং দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন, কেন হঠাৎ এই অবসর?

অবশেষে অবসর নিয়ে মুখ খুললেন ভারতীয় দলের সাবেক অধিনায়ক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগে কোহলি জানান, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার কারণে আমার ক্রিকেটে খুব একটা প্রভাব পড়েনি। বরং নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘প্রতি দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়। তাই তরুণদের চাপ সামলানো ও ম্যাচ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া দরকার। যাতে তারা সময়মতো তৈরি হয়ে যায়।’

তার ভাষ্যে পরিষ্কার, ভবিষ্যতের কথা চিন্তা করেই জাতীয় দল থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি। ২০২৬ সালের বিশ্বকাপের প্রস্তুতির জন্য তরুণদের সময় দিতে চেয়েছেন এই তারকা।

চলতি আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৪৪৩ রান করে দুর্দান্ত ফর্মে আছেন কোহলি। ৬৩.২৯ গড় এবং ১৩৮.৮৭ স্ট্রাইক রেট। ইতিমধ্যেই ছয়টি অর্ধশতক করেছেন এবং কমলা ক্যাপের দৌড়ে রয়েছেন চতুর্থ স্থানে।