images

স্পোর্টস / ফুটবল

রিয়াল অধ্যায়ের ইতি টানছেন লুকা মদ্রিচ, যে ক্লাবে যাচ্ছেন!

স্পোর্টস ডেস্ক

০৩ মে ২০২৫, ১০:১৬ এএম

রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৩ বছরের বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটাতে যাচ্ছেন ক্রোয়েশিয়া তারকা লুকা মদ্রিচ। চলতি মৌসুমেই ক্লাব ছাড়ার কথা শোনা যাচ্ছিল, এবার সেটিই বাস্তবে রূপ নিতে চলেছে। আগামী ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ থাকলেও, ক্লাব বিশ্বকাপ সামনে রেখে দুই সপ্তাহের স্বল্পমেয়াদী চুক্তি বাড়িয়েছে লস ব্ল্যাঙ্কোস। নতুন এই চুক্তি অনুযায়ী ১৩ জুলাই পর্যন্ত রিয়ালের হয়ে মাঠে দেখা যাবে মদ্রিচকে।

লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পর ক্লাব বিশ্বকাপই এখন রিয়ালের একমাত্র শিরোপা সম্ভাবনা। তাই এই টুর্নামেন্টকে ঘিরে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে ক্লাবটি। সেই পরিকল্পনার অংশ হিসেবেই মদ্রিচ এবং আরেক অভিজ্ঞ খেলোয়াড় লুকাস ভাসকুয়েজের চুক্তি সাময়িকভাবে বাড়ানো হয়েছে।

২৫ মে থেকে ১৮ জুনের মধ্যে মদ্রিচের সঙ্গে এই নতুন চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। চুক্তির বাকি শর্তাবলী, বিশেষ করে বেতন, অপরিবর্তিত থাকছে বলে জানিয়েছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মদ্রিচ। এরপর ক্লাবটির হয়ে ২৮টি শিরোপা জিতে দলের প্রাণশক্তিও হয়ে থাকেন তিনি। ক্লাব বিশ্বকাপের পর ফ্রি এজেন্ট হয়ে নতুন ক্লাবে পাড়ি জমাবেন বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে একই পথে হাঁটতে যাচ্ছেন লুকাস ভাসকুয়েজও। তার সঙ্গেও চুক্তির মেয়াদ বাড়ছে মাত্র দুই সপ্তাহের জন্য। ১৩ জুলাইয়ের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনিও।

৩৮ বছর বয়সী মদরিচের রিয়াল মাদ্রিদের সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ক্লাব বিশ্বকাপের মধ্যে দিয়ে। দীর্ঘদিন ধরেই তিনি বলে আসছেন, ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত বার্নাবেউতেই খেলতে চান। তবে গুঞ্জন রয়েছে ইন্টার মিয়ামিতে লিওনেল মেসি মদ্রিচকে দেখতে চান। জানা যায়, মেসির আমন্ত্রণ এবং ইন্টার মিয়ামির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনার পর এখন এই সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়েছেন তিনি।

ইতিমধ্যে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন মেসির বার্সেলোনা যুগের তিন সতীর্থ। সার্জিও বুসকেটস, জর্দি আলবা ও লুইস সুয়ারেজ। এবার মেসির চোখ পড়েছে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী হলেও পরস্পরের প্রতি দারুণ সম্মানপোষণকারী লুকা মদরিচের দিকে।

জানা গেছে, মেসি মদরিচকে নিজের ইতিবাচক এমএলএস অভিজ্ঞতা জানিয়ে ইন্টার মিয়ামির ভবিষ্যৎ ভিশন শোনান। অন্যদিকে ক্লাবের মালিক ডেভিড বেকহ্যামও এই সম্ভাব্য চুক্তি নিয়ে ইতিমধ্যেই ব্যাকস্টেজে কাজ শুরু করেছেন।

রিয়ালের হয়ে লা লিগা বা কোপা দেল রে জেতার ওপর অনেক কিছু নির্ভর করছে। যদি শিরোপা অধরাই থাকে, তবে রিয়াল মাদ্রিদ স্কোয়াডে বড় রকমের পরিবর্তন আসতে পারে। যার ফলে মদরিচের মিয়ামি অধ্যায়ের সূচনার পথ খুলে যেতে পারে।