স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ০৩:০৩ পিএম
বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ভারতীয় এ লিগে খেলতে মুখিয়ে থাকেন ক্রিকেটাররা। খ্যাতির পাশাপাশি বড় অঙ্কের অর্থও ঢুকে ক্রিকেটারদের পকেটে। নিলামে যে দামে কেনা হয় তার পাশাপাশি ম্যাচপ্রতি ফিও পেয়ে থাকেন ক্রিকেটাররা।
আইপিএলে ক্রিকেটাররা একটি ম্যাচ খেলে কত টাকা ফি পান তা জানতে ক্রিকেটপাগল দর্শকদের আগ্রহ অনেক। আবার অনেকেই প্রশ্ন করেন, নিলামে যে দামে কেনা হয় তার পুরো টাকাই কি পান ক্রিকেটাররা? একজন ক্রিকেটার যদি আসরের সব ম্যাচ না খেলেন তাহলেও কি তিনি নিলামে যে দামে কেনা হয়েছে তার পুরো অর্থই পাবেন? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
এক ম্যাচ খেলে কত টাকা পান ক্রিকেটাররা?
আইপিএলে ম্যাচ ফির প্রচলন ছিল না। তবে এবারের আসর দিয়েই শুরু হয়েছে ম্যাচ ফি দেওয়ার নিয়ম। তাই আইপিএল থেকে ক্রিকেটারদের পকেটে ঢুকবে আরও বেশি অর্থ।

আইপিএলে একটি ম্যাচ খেলে বড় অঙ্কের অর্থই পাবেন একজন ক্রিকেটার। নিয়ম অনুযায়ী, প্রতিটি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন সাড়ে সাত লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় প্রায় ১০ লাখ ৫৯ হাজার টাকা। একজন ক্রিকেটার লিগ পর্বের ১৪টি ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।
সে হিসেবে লিগ পর্বের ১৪ টি ম্যাচেই যদি কোনো ক্রিকেটার খেলে থাকেন তাহলে তার পকেটে ম্যাচ ফি বাবদ যাবে ১ কোটি ৫ লাখ রুপি। আর যদি সেই ক্রিকেটার প্লে-অফ হয়ে ফাইনালেও খেলার সুযোগ পান তাহলে বাড়তি আরও ৩ ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। মোট ১৭ ম্যাচে তার ম্যাচ ফি বেড়ে হবে ১ কোটি ২৭ লাখ রুপি। ম্যাচ ফি পাবেন দলের ইম্প্যাক্ট ক্রিকেটারও। এই টাকা ক্রিকেটাররা পাবেন তাঁদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি মূল্যের বাইরে।

এদিকে ম্যাচ ফির এই অর্থ ক্রিকেটাররা পাবেন তাঁদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজির চুক্তি মূল্যের বাইরে অতিরিক্ত প্রণোদনা হিসেবে।
এছাড়া নিলামে একজন ক্রিকেটারকে যে দামে কেনা হয়েছে সে অর্থও পাবেন তিনি। ধরা যাক, ২০২৫ আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার রিশব পন্ত। তাকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে নিয়েছে ২৭ কোটি রুপিতে। তাই আইপিএলের এক আসর খেলায় তিনি পাবেন ২৭ কোটি রুপি। সেই সঙ্গে ম্যাচ ফির বাড়তি টাকাও পাবেন তিনি।

এক আসরে লক্ষ্ণৌ যদি পন্তকে কোনো ম্যাচে না খেলায় তাহলেও অর্থ পাবেন ভারতীয় এ ক্রিকেটার। তবে কোনো ক্রিকেটার যদি নাম প্রত্যাহার করে নেয় তাহলে আর সে টাকা পাবেন না তিনি। এদিকে ম্যাচ ফি এবং নিলামের চুক্তির অর্থ ছাড়াও প্রতিদিনের হাত খরচের জন্যও টাকা পান ক্রিকেটাররা। তবে সে অর্থ একেক দলের জন্য একেক রকম।