স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ০২:১৬ পিএম
ইউরোপা লিগের ফাইনালের দিকে বড় এক ধাপ এগিয়ে গেল টটেনহ্যাম হটস্পার। নরওয়ের ক্লাব বোডো/গ্লিমটকে প্রথম লেগে ৩-১ গোলে হারিয়ে বেশ ভালোভাবেই এগিয়ে গেল ইংলিশ ক্লাবটি।
ঘরোয়া লিগে বাজে মৌসুম কাটলেও ইউরোপা লিগে নিজেদের সেরাটা উপহার দিল অ্যাঞ্জ পোস্টেকগলুর দল। ম্যাচ শুরু হতে না হতেই, মাত্র ৩৮ সেকেন্ডেই এগিয়ে যায় তারা। রিচার্লিসনের পাস থেকে হেডে গোল করেন ব্রেনান জনসন।
এরপর দলের লিড দ্বিগুণ করেন জেমস ম্যাডিসন। পেদ্রো পোড়োর লম্বা বল নিয়ন্ত্রণে নিয়ে চতুরভাবে বল জালে ঠেলে দেন তিনি। ৩-০ গোলে এগিয়ে যায় স্পার্স যখন ক্রিস্টিয়ান রোমেরোকে ফাউল করায় পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে অনায়াসেই গোল করেন ডমিনিক সোলাঙ্কে।
বোডো/গ্লিমট সম্প্রতি তাদের উচ্চ-গতির ফুটবলের জন্য আলোচনায় এসেছে। বড় বড় ক্লাবের বিপক্ষে ভালো ফলও পেয়েছে তারা। তবে এদিন তারা ছিল স্পষ্টতই পিছিয়ে, গোলপোস্টে একমাত্র শটেই আসে তাদের গোল। উলরিক সাল্টনেসের শট রদ্রিগো বেন্টানকুরের গায়ে লেগে জাল খুঁজে নেয়।
টটেনহ্যামের চিন্তার বড় জায়গা অবশ্য ইনজুরি। দ্বিতীয়ার্ধে গোলদাতা ম্যাডিসন ও সোলাঙ্কে দুজনই চোট পেয়ে মাঠ ছাড়েন। যা দ্বিতীয় লেগে তাদের অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি করেছে। দ্বিতীয় লেগ হবে আর্কটিক সার্কেলে বোডোর ঘরের মাঠে। আর সেখানেই তাদের শক্তি সবচেয়ে বেশি। এ মৌসুমেই ঘরের মাঠে পোর্তো, বেসিকতাস, অলিম্পিয়াকোস ও লাজিওকে হারিয়েছে তারা।
ফাইনালে ইংলিশ দ্বৈরথ?
ম্যানচেস্টার ইউনাইটেডও তাদের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক ক্লাব বিলবাওকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে। সব কিছু ঠিকঠাক চললে ইউরোপা লিগের ফাইনালে দেখা যেতে পারে দুই ইংলিশ জায়ান্ট। টটেনহ্যাম বনাম ম্যানচেস্টার ইউনাইটেড।