স্পোর্টস ডেস্ক
০২ মে ২০২৫, ১১:১৫ এএম
ইউরোপা লিগের ফাইনালের পথে এক পা এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে সান মামেস স্টেডিয়ামে প্রথমার্ধে দারুণ খেলেই ৩-০ গোলের বড় জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্টরা। এখন দ্বিতীয় লেগে ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে খেলবে তারা।
শুরুতে বিপদে, পরে দাপট
দর্শকে ঠাসা ও গর্জনমুখর সান মামেসে শুরুটা ভালো ছিল না ইউনাইটেডের। ম্যাচের শুরুতেই ইনাকি উইলিয়ামস একটি সহজ সুযোগ মিস করেন, এরপর ভিক্টর লিন্ডেলফ গোললাইনে দাঁড়িয়ে অ্যালেক্স বেরেঙ্গুয়ের শট ঠেকিয়ে দেন। তখন মনে হচ্ছিল, এগিয়ে যেতে পারে বিলবাও।
৩০ মিনিটে পাল্টে গেল ম্যাচের দৃশ্য
৩০তম মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হ্যারি ম্যাগুয়ার। ডান প্রান্ত দিয়ে দারুণ স্কিলে বল নিয়ন্ত্রণে এনে দুর্দান্ত এক ক্রস দেন, যা চলে যায় ক্যাসেমিরোর কাছে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার সুযোগটি কাজে লাগিয়ে হেডে গোল করে এগিয়ে দেন ইউনাইটেডকে।

মাত্র ৭ মিনিট পরই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সাহায্যে পেনাল্টি পায় ইউনাইটেড। রাসমুস হয়লুনকে ফাউল করার দায়ে বিলবাও ডিফেন্ডার দানি ভিভিয়ান লাল কার্ড দেখেন। ফলাফল, পেনাল্টি ও একজন কম নিয়ে খেলতে হয় স্বাগতিকদের। ঘরের দর্শকদের প্রবল বাঁশির শব্দ উপেক্ষা করে ঠান্ডা মাথায় স্পটকিকটি নেন ব্রুনো ফার্নান্দেজ। সোজা পাঠিয়ে দেন বল জালে, ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইউনাইটেড।
বিরতির আগেই তৃতীয় গোল
প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একটি গোল পায় অতিথিরা। এবার ম্যানুয়েল উগার্তে দারুণ এক ব্যাকহিল করে বল বাড়ান ব্রুনো ফার্নান্দেজকে। ক্যাপ্টেন সুযোগ নষ্ট করেননি, চতুর্থ গোলের আশা জাগিয়ে দলকে ৩-০ তে এগিয়ে দেন।

দ্বিতীয়ার্ধেও ছিল গোলের সুযোগ
দ্বিতীয়ার্ধে আরও গোলের সুযোগ পায় ইউনাইটেড। কর্নার থেকে ক্যাসেমিরোর হেডে বল লাগে গোলপোস্টের বাইরের অংশে। যদিও আর গোল হয়নি, তবে ততক্ষণে অনেকটাই নিয়ন্ত্রণে ম্যাচ।
চার গোল হলে পুরোপুরি ফাইনাল নিশ্চিত হতো বলেই মনে হচ্ছিল। তবুও ৩-০ গোলের লিড নিয়েই ঘরের মাঠে ফিরছে ইউনাইটেড। স্প্যানিশ ক্লাব বিলবাওয়ের পক্ষে এই ব্যবধান ঘোচানো সহজ হবে না।

ইংলিশ ফাইনালের সম্ভাবনা
অন্যদিকে সেমিফাইনালের আরেক ম্যাচে টটেনহ্যাম ৩-১ গোলে হারিয়েছে বোডো গ্লিমটকে। সবকিছু ঠিকঠাক চললে ইউরোপা লিগের ফাইনালে দেখা যেতে পারে দুই ইংলিশ ক্লাব, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহ্যামকে।