স্পোর্টস ডেস্ক
০১ মে ২০২৫, ১১:০৮ এএম
চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচ শেষে দুই দলেরই ফাইনালে যাওয়ার আশা এখন টিকে রইল, সব নির্ধারিত হবে দ্বিতীয় লেগে মিলানের সান সিরোতে।
ম্যাচের শুরুতেই চমকে দেয় ইন্টার। মাত্র ৩০ সেকেন্ডের মাথায় ডেনজেল ডুমফ্রিসের নিচু ক্রসে দারুণ এক ব্যাকহিল ফ্লিকে গোল করেন মার্কাস থুরাম। এটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত গোল।
মাঠের লড়াইয়ে দারুণ ছন্দে থাকা ডাচ ডিফেন্ডার ডুমফ্রিস এরপর ২০ মিনিটে চোখ ধাঁধানো অ্যাক্রোব্যাটিক ভলিতে আরও একটি গোল করে ব্যবধান বাড়ান ২-০ তে। মনজুইকের অলিম্পিক স্টেডিয়ামে তখন মনে হচ্ছিল, পাহাড় ডিঙাতে হবে বার্সাকে।
তবে এরপরই জ্বলে ওঠেন বার্সার জাদুকর লামিন ইয়ামাল। ২৪তম মিনিটে একক প্রচেষ্টায় দুর্দান্ত এক গোল করে ব্যবধান কমান তিনি। বাঁ দিক থেকে কাট ইন করে তিন-চারজন ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাঁ পায়ে অসাধারণ শট করেন, যা পোস্টে লেগে জালে প্রবেশ করে।
১৭ বছর বয়সী ইয়ামাল যেন বার্সার প্রাণভোমরা হয়ে ওঠেন ম্যাচে। নিজের ১০০তম ম্যাচে এটাই ছিল তার ২২তম গোল। সঙ্গে রয়েছে ৩৩টি অ্যাসিস্টও। ম্যাচে আরও দুইবার তার শট গোলপোস্টে লেগে ফিরে আসে।
৩৮তম মিনিটে বার্সা পায় সমতার গোল। পেদ্রির লং পাসে রাফিনহার হেডে বল পেয়ে কাছ থেকে লক্ষ্যভেদ করেন ফেরান তোরেস। প্রথমার্ধেই ম্যাচ ফিরে আসে ২-২ সমতায়।
তবে ৬৩তম মিনিটে আবারও হ্যাটট্রিকের দ্বারপ্রান্তে থাকা ডুমফ্রিস মাথায় চেপে বসেন বার্সার রক্ষণে। হাকান চালহানওগ্লুর কর্নার থেকে দারুণ হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন এই ডাচ তারকা, ইন্টারকে আবারও এগিয়ে দেন ৩-২ ব্যবধানে।
কিন্তু বার্সাও চুপ করে থাকেনি। দুই মিনিট পরেই রাফিনহার জাদুকরী এক শটে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। প্রায় ২৫ গজ দূর থেকে তার নেওয়া বুলেট গতির শট বারপোস্টে লেগে গোলরক্ষকের পিঠে লেগে জালে চলে যায়।
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে রোমাঞ্চ ছড়ালেও আর কোনো গোল হয়নি। ৩-৩ গোলের ড্র শেষে এখন সান সিরোতেই নির্ধারিত হবে কে যাবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। দ্বিতীয় লেগ মাঠে গড়াবে আগামী মঙ্গলবার।