স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ০৮:২৮ পিএম
পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পেশোয়ার জালমির বর্তমান নেতা বাবর আজম নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ার, চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং তার ব্যাটিং স্টাইল নিয়ে চলমান সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন।
একটি স্থানীয় টিভি চ্যানেলের সঙ্গে আলাপে বাবর বলেন, পাকিস্তান টি-টোয়েন্টি দলে তার জায়গা নিয়ে সিদ্ধান্ত নেওয়া পুরোপুরি নির্বাচক ও কোচদের হাতে। তিনি বলেন, "আমি শুধু পারফর্ম করতে পারি, সে টি-টোয়েন্টি হোক, ওয়ানডে হোক বা টেস্ট। দলে সুযোগ পাওয়া আমার হাতে নেই। আল্লাহ যতোদিন চান, আমি খেলব। আমাদের জানানো হয়েছিল, টি-টোয়েন্টি থেকে আমাদের বিশ্রাম দেওয়া হচ্ছে। এখন দেখা যাক তারা কী সিদ্ধান্ত নেয়।"
চলতি পিএসএলে পেশোয়ার জালমির ফর্ম নিয়েও খোলাখুলি কথা বলেন বাবর। স্বীকার করেন, ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না তার দল। তিনি বলেন, “শুরুর দিকে আমরা একটা ভালো কম্বিনেশন গড়ে তুলতে চেয়েছিলাম। দুটো জয়ও এসেছিল। কিন্তু ধারাবাহিকভাবে জিততে পারিনি। টুর্নামেন্টের অর্ধেকটা শেষ হয়ে গেছে, আর এরই মধ্যে ব্যাটিং কিংবা বোলিং- দুটোতেই নানা সময়ে ম্যাচ হাতছাড়া হয়েছে।”
দলের দুর্বল ফিল্ডিং নিয়ে বাবর বলেন, “আমাদের ফিল্ডিং ঠিকঠাক হচ্ছে না। কন্ডিশন যেমনই হোক, আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে হবে। তবে সবচেয়ে জরুরি হলো, বড় মুহূর্তে উইকেট না হারানো বা ক্যাচ না ফেলা।”
নিজের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে বাবর জানান, সমর্থকেরা তার কাছে লম্বা ইনিংস চায়। যদিও তিনি ছোট ইনিংসও উপভোগ করেন। তিনি বলেন, "মানুষ চায় আমি বেশি সময় ক্রিজে থাকি। প্রত্যাশাও অনেক বেশি। আমি নিজের ছোট ইনিংসও উপভোগ করি, কিন্তু তাদের প্রত্যাশা অনুযায়ী বড় ইনিংস খেলতে পারি না সবসময়। আমি ভুল করি, আবার ঠিক করার চেষ্টা করি—এর মাঝেই নতুন ভুল হয়ে যায়। ক্রিকেট এমনই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মনোযোগ ধরে রাখা আর আমি এখনো তা ধরে রেখেছি।"
স্ট্রাইক রেট ও আগ্রাসী ব্যাটিং নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে বাবর বলেন, “আমি আমার খেলাটা নিজের মতো করেই খেলি। আমি জানি, সবাই এখন স্ট্রাইক রেট আর আগ্রাসী খেলার কথা বলছে। আমি জানি ক্রিকেট কোন দিকে যাচ্ছে। তবে আমার প্রমাণ করার কিছু নেই, সবাই জানে আমি কী ধরনের খেলোয়াড়। আমি সব সময় দলের প্রয়োজনে এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলি। স্ট্রাইক রেট যে গুরুত্বপূর্ণ, সেটাও আমি জানি।”
দলের প্রয়োজনে নিজের ব্যাটিং পজিশন বদলানো নিয়েও বাবর স্পষ্ট বলেন, "যতবারই নতুন কেউ দলে আসে, পজিশন বদলাতে হয় আমাকে। কখনও তিনে খেলি, কখনও ওপেন করি। পাকিস্তানের প্রয়োজন হলে যেখানেই খেলতে হয়, খেলি। ফ্র্যাঞ্চাইজি চেয়েছে আমি ওপেন করি, তাই করেছি।"
“আমি কখনোই বলিনি আমাকে ওপেনার হিসেবেই খেলতে হবে। টেস্টেও আমি ওপেন করেছি। ক্যারিয়ারের শুরুতে ছয়ে খেলতাম, পরে ওপরে উঠে এসেছি। আমি কখনো নিজের পারফরম্যান্স নষ্ট হবে ভেবে পজিশন নিয়ে জেদ করিনি। দল যা চায়, আমি তা করতে প্রস্তুত,” বলেন, তিনি।
সবশেষে, মাঠের বাইরের সমালোচনার জবাবে বাবরের সোজা জবাব, “আমি বেশি কথা বলি না, পারফরম্যান্স দিয়েই উত্তর দিই। কথা বলা তো সবাই পারে। তবে আত্মসম্মানও একটা ব্যাপার। বড়রা শিখিয়েছে, সবার প্রতি সম্মান দেখাতে। আমি মাঠে কী করছি সেটাতেই ফোকাস রাখি। কষ্ট করি, কখনো পারফরম্যান্সে সন্তুষ্ট হই না। এক নম্বরে থেকেও কখনো তৃপ্তি পাইনি। সবসময় সামনে তাকাই, দেশের জন্য কী করতে পারি, সেটা ভাবি।”