স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, ০১:২৩ পিএম
চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে আজ রাতে কাম্প ন্যু তে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও ইন্টার মিলান। বিদ্যুৎ বিভ্রাটের কারণে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে প্রতীক্ষিত এই মহারণ।
স্পেনজুড়ে নজিরবিহীন বিদ্যুৎ বিভ্রাটে অচল হয়ে পড়ে জনজীবন। বিমান চলাচল স্থগিত হওয়ায় ইন্টার মিলানের বার্সেলোনা যাত্রা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। তবে মঙ্গলবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিকালেই স্পেনের উদ্দেশে রওনা দেয় ইতালিয়ান ক্লাবটি।
২০০৯-১০ মৌসুমে জোসে মরিনিওর কোচিংয়ে বার্সাকে সেমিফাইনালে হারিয়েই শেষবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ইন্টার। সেবার তাদের ত্রিমুকুট জয়ের কীর্তি ইতিহাস হয়ে আছে।
এবারও মৌসুমের শুরুর দিকে ট্রেবল জয়ের স্বপ্ন দেখলেও সাম্প্রতিক ব্যর্থতায় ব্যাকফুটে তারা। কোপা ইতালিয়ার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পাশাপাশি সিরিয়া লিগের শিরোপা রেসেও পিছিয়ে পড়েছে নেরা আজ্জুরিরা।
অন্যদিকে ফর্মের তুঙ্গে থাকা বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে প্রথম লেগেই লিড নিতে চায়। সম্প্রতি কোপা দেল রের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে চাঙ্গা মনোবল নিয়ে মাঠে নামছে কাতালানরা।
বার্সা শিবিরে নজর থাকবে ১৭ বছর বয়সি বিস্ময় লামিনে ইয়ামালের দিকে। যিনি আজ নিজের শততম ম্যাচ খেলবেন ক্লাবের হয়ে। অন্যদিকে ইন্টারের সবচেয়ে বড় ভরসা থাকবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারা মার্টিনেজ। যিনি এবারের চ্যাম্পিয়ন্স লিগে ইতোমধ্যেই করেছেন সাত গোল।