images

স্পোর্টস / ক্রিকেট

মিরাজ-সাকিবের জুটিতে ৪০০ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম

তৃতীয় দিনের শুরুতে যখন ভাবা হচ্ছিলো বাংলাদেশ দ্রুত অলআউট হয়ে পড়বে, তখনই দৃঢ়তা দেখালেন মেহেদী হাসান মিরাজ। তার অনবদ্য অর্ধশতকে এবং লোয়ার অর্ডারের ব্যাটারদের মূল্যবান ইনিংসে ভর করে প্রথম সেশনের শেষে ৮ উইকেটে ৪০৪ রান তুলে নিয়েছে। মেহেদী হাসান মিরাজ অপরাজিত রয়েছেন ৭৬ রানে, আর দলের লিড দাঁড়িয়েছে ১৭৭ রানে।

গতকাল বিকেলে মাত্র ২০ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ বিপদে পড়ে, তখন নতুন দিনের লক্ষ্য ছিল অন্তত ৬৪ রানের লিডটিকে শতরানের গণ্ডি পার করানো। সেই লক্ষ্য সফলভাবেই পূরণ করেছেন মিরাজ এবং তাকে সঙ্গ দেওয়া তাইজুল ইসলাম। ৮৪ বলের জুটিতে এই জুটি তোলে মূল্যবান ৬৩ রান। তাইজুল ৪৫ বলে ২০ রান করে আউট হলেও ততক্ষণে লিড পৌঁছায় ১১৫তে।

এরপর অভিষিক্ত তানজিম সাকিব মিরাজকে দারুণভাবে সঙ্গ দিয়ে যাচ্ছেন। তাদের নবম উইকেট জুটিতে লাঞ্চ বিরতির আগেই এসেছে ৬২ রান। তানজিম ব্যাট করছেন ২৯ রানে। মিরাজ ৭৯ বলে পঞ্চাশ পূর্ণ করে এখন আরও বড় ইনিংসের দিকে এগোচ্ছেন।

সকালের সেশনে প্রতিপক্ষের পক্ষে একমাত্র সাফল্য এনে দিতে পেরেছেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকিসা। যিনি তাইজুলের উইকেট তুলে নেন। তবে মিরাজ-তানজিম জুটির সামনে প্রথম ইনিংসে ২২৭ রানে অলআউট হওয়া সফরকারীরা নতুন করে চাপে পড়ে গেছে।