images

স্পোর্টস / ক্রিকেট

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা-ইন্টার মিলান ম্যাচ নিয়ে শঙ্কা

স্পোর্টস ডেস্ক

২৯ এপ্রিল ২০২৫, ১০:১৩ এএম

স্পেন ও পর্তুগালে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট জনজীবন অচল করে দিয়েছে, যার প্রভাব পড়তে পারে ক্রীড়াঙ্গনেও। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের গুরুত্বপূর্ণ বার্সেলোনা ও ইন্টার মিলানের ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমনটায় জানায় স্প্যানিশ গণমাধ্যমে। 

বার্সেলোনার হোম গ্রাউন্ডে আগামীকাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই হাইভোল্টেজ ম্যাচের। তবে চলমান পরিস্থিতিতে ম্যাচটি নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, বিদ্যুৎ বিভ্রাটে স্পেনজুড়ে ট্রেন চলাচল, বিমান যাত্রা, এবং হাসপাতালসহ জরুরি সেবাসমূহ ব্যাহত হচ্ছে। বহু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হওয়ায় ইন্টার মিলানের নির্ধারিত মঙ্গলবার বিকেলে স্পেনে পৌঁছানোর পরিকল্পনাও অনিশ্চিত হয়ে পড়েছে।

এদিকে, বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা সোমবার উয়েফা যুব লিগের ফাইনাল দেখতে সুইজারল্যান্ডের নিয়নে যাওয়ার কথা থাকলেও, ফ্লাইট সমস্যার কারণে তিনি দুপুরের আগে যাত্রা শুরু করতে পারেননি।

বিদ্যুৎ সংকটের কারণে ক্রীড়াঙ্গনের আরও এক বড় ইভেন্ট, মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টেও পড়েছে প্রভাব। গ্রিগর দিমিত্রভ ও জ্যাকব ফার্নলির মধ্যকার ম্যাচটি দ্বিতীয় সেটের মাঝপথে স্থগিত হয়ে যায়। পরে পুরো দিনের খেলাই বাতিল ঘোষণা করে আয়োজকরা।

স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি স্থগিত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানায়।