images

স্পোর্টস / ক্রিকেট

তামিমের ফেসবুক স্ট্যাটাস নিয়ে তাইজুল যা বললেন

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ১০:০৮ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে আগে ব্যাট করতে ব্যাট হাতে বড় সংগ্রহের আভাস দিয়েছিল সফরকারীরা। তবে তা হয়নি তাইজুল ইসলামের ঘূর্ণিতে। প্রথম দিনের শেষ সেশনে ঝড় তুলেছিলেন তিনি, আর তাতে জিম্বাবুয়ে দিন শেষ করেছে ৯ উইকেটে ২২৭ রান নিয়ে। তাইজুলও পেয়েছেন ৫ উইকেটের দেখা।

এদিকে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে আজ ম্যাচে ফিরিয়েছেন তাইজুল। টাইগার এই স্পিনারের দুর্দান্ত বোলিং দেখে তাঁকে নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

আজ ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তামিম বলেন, ‘বর্তমানে বিশ্বের সবচেয়ে আন্ডাররেটেড বোলার তাইজুল। এখন যাঁরা খেলছেন, সেসব বোলারের পরিসংখ্যান দেখলেই আমার কথার মানে বুঝতে পারবেন। আরেকবার পাঁচ উইকেট নেওয়ার জন্য তাইজুলকে অভিনন্দন!’

Posted by Facebook on Date:

এদিকে আজ ৫ উইকেমট নেওয়ার পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তাইজুল। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল তামিমের স্ট্যাটাস নিয়ে। সেখানে তাইজুল জানান, তিনিও তামিমের মত নিজেকে আন্ডাররেটেদই মনে করেন।

তাইজুল বলেন, ‘আমার কাছে মনে হয় আমি আন্ডাররেটেড।’ কেন নিজেকে আন্ডাররেটেড মনে করেন তা অবশ্য জানাননি তিনি। তাইজুল বলেন, ‘কারণটা আমার চেয়ে আপনারা ভালো জানেন।’