images

আন্তর্জাতিক / স্পোর্টস / অন্যান্য

ইরানে বিস্ফোরণে প্রাণ গেল জাতীয় কায়াকিং চ্যাম্পিয়নের

স্পোর্টস ডেস্ক

২৮ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পিএম

ইরানের হরমোজগান প্রদেশের জাতীয় স্প্রিন্ট ক্যানুইং দলের তারকা আরমান নোজারজাদেহ একটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। শনিবার বান্দার আব্বাসের শাহিদ রাজাই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে তার মৃত্যু হয়।

বন্দরের ডকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে। আরমান নোজারজাদেহ, যিনি জাতীয় এবং প্রাদেশিক পর্যায়ের জলক্রীড়া প্রতিযোগিতায় বেশ সাফল্য অর্জন করেছিলেন, সেখানেই প্রাণ হারান।

দুর্ঘটনার পরপরই ইরানের ক্রীড়া ও যুব মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে নিহতদের প্রতি গভীর শোক জানায় এবং এই মর্মান্তিক ঘটনার শিকার সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, শাহিদ রাজাই বন্দরের ওই বিস্ফোরণে এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭০০ জনেরও বেশি। এর মধ্যে প্রায় ৪০০ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে এখনও প্রায় ৩০০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। যাদের অবস্থা গুরুতর, তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য শিরাজ, কেরমান ও তেহরানের হাসপাতালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ইরানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র হোসেন জাফারি বার্তা সংস্থা আইএলএনএ-কে বলেন, কনটেইনারের ভেতর থাকা রাসায়নিক বস্তুর কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবর অনুযায়ী, দেশটির সংসদের সামাজিক কমিটির সদস্য আহমাদ ফাতেমি এই ঘটনা তদন্ত করতে নিরীক্ষণ সংস্থা ও বিচার বিভাগ’-এর প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়াও রাজাই বন্দরে বিস্ফোরণের সাথে জড়িত ব্যর্থতার জন্য সবাইকে স্পষ্ট জবাবদিহিতা দাবি করেছেন।