স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ০৩:১৭ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে আজ মাঠে নেমেছে জিম্বাবুয়ে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করছে সফরকারীরা। আগে ব্যাট করতে নেমে দলীয় ৭২ রান করতেই সাজঘরে ফিরেছিলেন দুই ওপেনার।
তবে তৃতীয় উইকেটে শন উইলিয়ামসকে সঙ্গে নিয়ে বড় জুটি করে দলকে এগিয়ে নিচ্ছিলেন মিক ওয়েলশ। এ দুজনের ৮৯ রানের জুটিতে ২ উইকেটে ১৬১ রান নিয়ে চা বিরতিতে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে বিরতির থেকে ফেরার পরই রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ওয়েলশকে।
মধ্যাহ্নবিরতির পর দ্বিতীয় সেশনে নিয়ন্ত্রণে ছিলেন ওয়েলশ ও উইলিয়ামস। এ দুজনের জুটিতে স্কোরবোর্ডে ওঠে ৮৯ রান। চা বিরতির পর স্কোরবোর্ডে আর ১ রান যোগ হতেই রিটায়ার্ড হার্ট হয়ে ফিরতে হয় ওয়েলশকে। সকাল থেকেই ক্র্যাম্প হচ্ছিল তার। এ কারণেই ফিরতে হয়েছে তাঁকে।
চা বিরতির আগেই নিজের ফিফটি পূরণ করেছিলেন জিম্বাবুয়ের এ ব্যাটার। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তিনি ১৩১ বলে করেছেন ৫৮ রান। এদিকে ওয়েলশ ফেরার পর ক্রিজে উইলিয়ামসের সঙ্গী হয়েছে আরভিন। উইলিয়ামস ব্যাট করছেন ব্যাক্তিগত ৫৮ রানে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ২ উইকেটে ১৬৪ রান।