স্পোর্টস ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১২:২৮ পিএম
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারের পর চট্টগ্রামে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথমদিনে প্রথম সেশন খুব একটা নিয়ন্ত্রণে নেই টাইগারদের। সফরকারীদের ২ উইকেট তুলে নিতে পারলেও ৮৯ রান তুলেছে রোডেশিয়ানরা।
লাঞ্চ বিরিতে যাওয়ার আগে প্রথম সেশনের ২৮ ওভার শেষে ব্যাট হাতে ৫৩ বলে ৩২ রানে অপরাজিত রয়েছেন নিক ওয়েলচ। তার সঙ্গে ৬ রানে অপরাজিত আছেন অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটার শন উইলিয়ামস।
প্রথম সেশনের নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি বাংলাদেশের হাতে। সফরকারীদের ৮৯ রানে আটকে রেখে তুলে নেওয়া হয়েছে দুই ওপেনারের উইকেট। অভিষেক ম্যাচেই দুর্দান্ত শুরু করেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। নিজের দ্বিতীয় ওভারেই ব্রায়ান বেনেটকে ফেরান উইকেটরক্ষক জাকের আলির হাতে ক্যাচ বানিয়ে। অভিষেক টেস্টে প্রথম সাফল্য পেতে বেশি অপেক্ষা করতে হয়নি তাকে।
দলীয় ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। অফস্পিনার মেহেদী হাসান মিরাজ ইনিংসের অষ্টম ওভারে বেন কারেনের সহজ ক্যাচ তৈরি করলেও, প্রথম স্লিপে দাঁড়ানো সাদমান ইসলাম তা হাতছাড়া করেন। জীবন পাওয়ার পরও উইকেটে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি। ২১ রানে থামেন তিনি। তাকে বোল্ড করে জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব ও তাইজুল ইসলাম। প্রথম সেশনে নিয়ন্ত্রিত লাইন-লেংথে বোলিং করে চাপ সৃষ্টি করেছেন স্বাগতিক বোলাররা।