images

স্পোর্টস / ফুটবল

শেষ মুহূর্তে হয়লুনের গোলে হার এড়াল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম

প্রিমিয়ার লিগের ম্যাচে আজ বোর্নমাউথের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে এ ম্যাচে হারতে বসেছিল রুবেন আমোরিমের দল। তবে যোগ করা সময়ে রাসমুস হয়লুনের গোলে এক পয়েন্ট নিশ্চিত করতে পেরেছে ইউনাইটেড, আর হারে ১০ জনের বোর্নমাউথ বড় ধাক্কা খেল তাদের ইউরোপীয় আসরে খেলার স্বপ্নে।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অ্যান্টোইন সেমেনিও মৌসুমের নিজের ১১তম গোল করে এগিয়ে দিয়েছিলেন অ্যান্ডোনি ইরাওলার দলকে। সেই গোলের পর জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল বোর্নমাউথ।

কিন্তু ম্যাচের চেহারা বদলে যায় ৭০তম মিনিটে। ইভানিলসন ইউনাইটেড ডিফেন্ডার নুসাইর মাজরাউইকে ফাউল করলে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির পরামর্শে সিদ্ধান্ত বদলে সেটাকে সরাসরি লাল কার্ডে রূপান্তর করেন রেফারি পিটার ব্যাংকেস।

ইভানিলসন ছুটে আসার সময় পা পিছলে পড়েছিলেন, তবে তা সত্ত্বেও রেফারি তার সিদ্ধান্তে অনড় থাকেন। এর ফলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এখন তিন ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হবে।

ইউনাইটেড এরপর গোলের খোঁজে ঝাঁপিয়ে পড়ে। মেসন মাউন্টের একটি শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এরপর লুক শর বানিয়ে দেয়া বলে ম্যানুয়েল উগার্তের শট গোলমুখে ঠিকঠাক ছুঁয়ে গোল করেন হয়লুন, যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে তার করা এই গোলেই হার এড়ায় ম্যানইউ। 

এই ড্রয়ে রুবেন আমরিমের দল উঠে এসেছে প্রিমিয়ার লিগের ১৪তম স্থানে। তবে বাস্তবতা হলো, তাদের এখন পুরো মনোযোগ বৃহস্পতিবারের ইউরোপা লিগ সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে।

অন্যদিকে, বোর্নমাউথের জন্য এটি বড় হতাশার। কারণ তারা এখন ফুলহ্যাম এবং ব্রাইটনের পেছনে পড়ে আছে। লিগের অষ্টম স্থানে থেকে পরের মৌসুমে ইউরোপা কনফারেন্স লিগে খেলার সুযোগ পেতে হলে তাদের আরও ভালো করতে হতো যদি না ক্রিস্টাল প্যালেস এফএ কাপ জিতে ফেলে।