images

স্পোর্টস / ক্রিকেট

রেকর্ড গড়ে চার হাজার রানের মাইলফলক ছুঁলেন সূর্যকুমার

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫, ০৯:১৮ পিএম

আইপিএলে এজ দিনের প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে হার্দিক পান্ডিয়ার দলের প্রতিপক্ষ ছিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আগে ব্যাট করতে নেমে রায়ান রিকেলটনের ৫৮ রানের পর সূর্যকুমার যাদবের ২৮ বলে ৫৪ রানের ইনিংসের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২১৫ রান করে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে রিশব পন্তের দল ১৬১ রানে অল আউট হলে ৫৪ রানের বড় জয় পায় মুম্বাই। আর দলকে জেতানোর দিনে দারুণ এক রেকর্ড ছুঁয়ে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সূর্যকুমার।

আগে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌয়ের বিপক্ষে আজকের ম্যাচে দুর্দান্ত খেলেছেন মুম্বাইয়ের রায়ান রিকেলটন। ৩২ বলে ৫৮ রানের ইনিংস খেলেছেন তিনি। এরপর মুম্বাই বড় সংগ্রহের দেখা পেয়েছে সূর্যকুমারের খেলা ঝড়ো ইনিংসের সুবাদে।

চারে নামা সূর্য ২৮ বলে ৪ চার আর ৪ ছয়ে খেলেছেন ৫৪ রানের ইনিংস। সেই সঙ্গে আইপিএলে ৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। আইপিএলের ইতিহাসে বলের হিসাবে তৃতীয় দ্রুততম ব্যাটার হিসেবে এ মাইলফলক ছুঁয়েছেন সূর্য।

এর আগে কেবল দুইজন ব্যাটার সূর্য্র চেয়ে দ্রুততম এ মাইলফলক ছুঁতে পেরেছেন। ক্রিস গেইল ২৫৬৮ বলে করেছেন ৪ হাজার রান। আর ২৬৫৮ বল খেলে করেছেন এবি ডি ভিলিয়ার্স। এ রেকর্ড ছুঁতে সূর্য খেলেছেন ২৭১৪ বল।