স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ০৮:০৮ পিএম
কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের পরাজয়ের পর রেফারির প্রতি ক্ষোভ দেখানোর জন্য ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার আন্তোনিও রুডিগার।
রবিবার ভোরে ৩-২ গোলে হারের সময়, অতিরিক্ত সময়ের শেষ দিকে কিলিয়ান এমবাপে ফাউলের শিকার হলে এবং সম্ভাব্য গোলের সুযোগ নষ্ট হলে রুডিগার মাথা ঠান্ডা রাখতে পারেননি। তাকে সতীর্থ ও কোচিং স্টাফের সহায়তায় নিয়ন্ত্রণে আনা হয়। তখন তাকে মাঠে একটি ছোট আইসব্যাগ ছুড়ে দিতে এবং রেফারির দিকে চিৎকার করতে দেখা যায়।
রবিবার ইনস্টাগ্রামে এক পোস্টে রুডিগার লিখেছেন, “গত রাতের আমার আচরণের কোনো অজুহাত নেই। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দ্বিতীয়ার্ধ থেকে আমরা সত্যিই দারুণ খেলেছি।”
ম্যাচ চলাকালীন রুডিগারের পা ব্যান্ডেজ করে রাখা হয়েছিল। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যায়ে তাকে পরিবর্তন করে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়। তিনি আরও লেখেন, “১১১ মিনিট খেলে আমি আর দলকে সাহায্য করতে পারছিলাম না। আর শেষ বাঁশি বাজার আগেই আমি একটা ভুল করে বসি। গত রাতে যাদের আমি হতাশ করেছি, রেফারি ও সবাইকে, তাদের কাছে আবারও ক্ষমা চাইছি।”
ম্যাচে রেফারি রিকার্দো দে বুরগোস বেংগোচেয়া, প্রতিবাদ করার জন্য রিয়াল মাদ্রিদের আরও দুই খেলোয়াড়, জুড বেলিংহাম এবং লুকাস ভাসকেজকেও লাল কার্ড দেখিয়েছেন।
ম্যাচ রিপোর্টে দে বুরগোস উল্লেখ করেছেন, রুডিগার “কোচিং এরিয়া থেকে একটি বস্তু ছুড়ে মেরেছিলেন, যা যদিও তাকে স্পর্শ করেনি।” রেফারি তার আচরণকে “আক্রমণাত্মক” বলে বর্ণনা করেছেন। এখন রুডিগারের একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তবে বেলিংহাম ও ভাসকেজ তুলনামূলকভাবে হালকা শাস্তি পেতে পারেন বলে মনে করা হচ্ছে।
ফাইনালের আগের দিন, দে বুরগোস অভিযোগ করেছিলেন, রিয়াল মাদ্রিদের অফিসিয়াল টিভি চ্যানেল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত 'মানহানিকর প্রচারণা' চালাচ্ছে।