images

স্পোর্টস / ফুটবল

আগেই বলেছিলাম রিয়াল আমাদের সঙ্গে পারবে না: ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পিএম

গত মৌসুমে তিনটি এল ক্লাসিকোতেই রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল বার্সেলোনা। তবে হান্সি ফ্লিকের অধীনে বদলে যাওয়া বার্সেলোনা এবারের গল্প পাল্টে দিয়েছে। চলতি মৌসুমে খেলা তিনটি এল ক্লাসিকোতেই জয় পেয়েছে কাতালানরা।

লস ব্লাঙ্কোসদের বিপক্ষে আরেকটি ম্যাচ আছে কদিন পরেই। আসন্ন সেই ম্যাচে রিয়াল মাঠে নামবে পরাজয়ের গ্লানি নিয়ে যেখানে বার্সা ফুটবলাররা মাঠে নামবে শিরোপা জয়ের সন্তুষ্টি নিয়ে। 

কোপা দেল রের ফাইনালে গতকাল রিয়ালকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বার্সেলোনা। ৩-২ গোলের এই জয়ে চলতি মৌসুমে রিয়ালের বিপক্ষে খেলা তিন ম্যাচের সবকটিতেই জয় নিশ্চিত করেছে বার্সা। গতকাল জেতা ম্যাচে কোনো গোল করতে পারেননি লামিনে ইয়ামাল, তবে দুটি অ্যাসিস্ট করেছেন তরুণ এই তারকা। 

দারুণ এই জয়ের পর স্প্যানিশ এই তারকা স্মরণ করিয়ে দিয়েছেন তার ভবিষ্যদ্বাণির কথা। ম্যাচের আগে সতীর্থ রোনাল্ড আরাউহোকে তিনি বলেছিলেন, এ বছর তাদেরকে হারাতে পারবে না রিয়াল।
 
ম্যাচ শেষে ইয়ামাল বলেন, ‘হোটেলে আমার সঙ্গে আরাউহোর যখন কথা হচ্ছিল, তখন বলেছিলাম “আমরা এক গোল করলেই আর কোনো সমস্যা হবে না। আর যদি ওরা দুই গোল করে ফেলে, তবুও সমস্যা নেই। এই বছর ওরা আমাদের সামলাতে পারবে না।” মাঠের খেলাতেও আমরা সেটাই করে দেখিয়েছি।’