স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ০২:২২ পিএম
চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ একের পর এক হতাশাজনক ফলাফল ভোগ করছে শুরু থেকে। মৌসুমের শুরুতেই সুপারকোপা ফাইনালে বার্সেলোনার কাছে পরাজয়, এরপর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। সর্বশেষ বার্সার কাছে হেরে কোপা দেল রে থেকেও তারা শিরোপা জিততে ব্যর্থ হয়েছে।
সেভিয়ার দে লা কার্তুহা স্টেডিয়ামে অনুষ্ঠিত এল ক্লাসিকোতে কাতালানদের কাছে ৩-২ গোলে হেরেছে মাদ্রিদ। এই জয়ে ৩২টি শিরোপা অর্জন করে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে হ্যান্সি ফ্লিকের দল। আর এরপরই প্রশ্ন উঠেছে রিয়াল শিবিরে কার্ল আনচেলত্তির থাকা না থাকা নিয়ে।
রিয়াল মাদ্রিদের ভবিষ্যত নিয়ে মাদ্রিদ কোচ বলেন, 'রিয়াল মাদ্রিদে থাকতে পারি অথবা ছেড়ে দিতে পারি, কিন্তু সেটা আগামী সপ্তাহে দেখব।' যদিও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনচেলত্তির প্রতি আগ্রহ দেখাচ্ছে, কিন্তু কোচের সিদ্ধান্ত এখনও অজানা।
কোপা দেল রেতে হারা নিয়ে তিনি বলেন, 'এটি একটি ভালো ম্যাচ ছিল এবং আমাদের দল যথেষ্ট লড়াই করেছে। দ্বিতীয়ার্ধে আমাদের আধিপত্য ছিল। আমরা যা করতে চেয়েছিলাম, সবকিছুই করেছি, তবে ফলাফলটা কষ্টকর। যদিও আমি আমার দলকে সমালোচনা করতে পারি না, কারণ তারা তাদের সর্বোচ্চ দিয়ে খেলেছে।'
এখন রিয়াল মাদ্রিদের সামনে একমাত্র সুযোগ লা লিগা শিরোপা জেতার। বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান ৪ পয়েন্ট, তবে এক ম্যাচ কম খেলা রিয়ালের এখনও আশা রয়েছে। ১১ মে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়, মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মাঠে নামবে দুই দল। যা হতে পারে লা লিগার শিরোপা নির্ধারণী ম্যাচ!