images

স্পোর্টস / ফুটবল

বার্সার কাছে শিরোপা খুইয়ে রেফারির ওপর হামলা রিয়াল তারকার 

স্পোর্টস ডেস্ক

২৭ এপ্রিল ২০২৫, ১০:৫৫ এএম

চলতি মৌসুমে প্রথম দুই এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে খুব একটা সুযোগ দেয়নি বার্সেলোনা। এক ভাবে দাপট দেখিয়ে জিতেছে কাতালানরা। এদিন কোপা দেল রের শুরুতে এক গোল দিয়ে সেই পথে হাঠতে ছিলো ম্যাচ। তবে ঘুরে দাঁড়িয়ে দুই গোল দিয়ে জয়ের আশা জাগাল লা লিগা চ্যাম্পিয়নরা। হান্সি ফ্লিকের শিষ্যরা শুরুতে গোল হজম করলেও দ্রুত সমতা ফেরায়। এরপর ম্যাচের শেষ দিকে জুলস কুন্দের নাটকীয় গোলে নিশ্চিত হয় জয়। তাতে মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে কাতালান ক্লাবটি।

তবে রোমাঞ্চকর ফাইনালে নাটকীয় এক ঘটনার জন্ম দিয়েছেন রিয়াল মাদ্রিদের জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে রেফারির একটি সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ডাগআউট থেকে বোতল ছুঁড়ে মারেন তিনি। সঙ্গে সঙ্গেই বেঞ্চ থেকেই লাল কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচটি ২-২ সমতায় ছিল। অতিরিক্ত সময়ের ১১৬তম মিনিটে কুন্দের করা জয়সূচক গোলে এগিয়ে যায় প্রতিপক্ষ। শেষ মুহূর্তের এই গোল এবং কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে রিয়ালের ডাগআউট। তখনই রেফারির প্রতি ক্ষোভ প্রকাশ করেন রুডিগার।

লা লিগার নিয়ম অনুযায়ী, রেফারির দিকে কোনো বস্তু নিক্ষেপের অভিযোগে একজন খেলোয়াড়কে ৪ থেকে ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হতে পারে। ফলে বড় শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন রুডিগার।

এছাড়া রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছেন রিয়ালের আরও দুই ফুটবলার জুড বেলিংহাম ও লুকাস ভাসকেজ। তবে তাদের ক্ষেত্রে এক বা দুই ম্যাচের নিষেধাজ্ঞার সম্ভাবনা রয়েছে।

রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এই ঘটনার পর ক্লাব এবং ফুটবল প্রশাসনের মধ্যে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।