স্পোর্টস ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ এএম
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদো ইউরোপ ছাড়ার পর এবার নজর দিয়েছেন এশিয়ার শ্রেষ্ঠত্বের দিকে। কোয়ার্টার ফাইনালে জাপানের ইয়োকোহামা এফ মারিনোসকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারায় আল নাসের। তাতে এএফসি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে রোনালদোর দল।
জেদ্দার প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় আল নাসের। বল দখল, আক্রমণ, পাসিং সবক্ষেত্রেই এগিয়ে ছিল রোনালদোর দল। সেই সুবাদে ২৭ মিনিটে সাদিও মানের বাড়ানো বল ইয়োকোহামা ডিফেন্ডার ভুলভাবে ক্লিয়ার করতে গিয়ে পোস্টে লাগিয়ে বসান। আর রিবাউন্ডে বল জালে পাঠান জন ডুরান। মাত্র চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মানে নিজেই।
ওতাভিওর নিখুঁত পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে বল পাঠান প্রতিপক্ষের জালে। ম্যাচের ৩৮তম মিনিটে গোল করেন রোনালদো। ব্রোজোভিচের শট গোলরক্ষক ফেরালেও ফিরতি বলে ছয় গজ দূর থেকে নিশ্চিত করেন গোল। যা চলতি চ্যাম্পিয়নস লিগে তার অষ্টম গোল। এছাড়া পেশাদার ক্যারিয়ারে ৯৩৪তম। ফলে হাজার গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৬৬টি গোল দূরে।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও আলো ছড়ান ডুরান। রোনালদোর সহয়তায় কাউন্টার-অ্যাটাক থেকে সুযোগ পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এই নিয়ে চলতি এএফসি চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচে তার গোলসংখ্যা ৪টি। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে ১৪ ম্যাচে ৯টি গোল করেছেন এই ২০ বছর বয়সী ফরোয়ার্ড।
৭৩ মিনিটে কোটা ওয়াতানাবে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তবে ১০ জনের ইয়োকোহামার বিপক্ষে বাকি সময়ে আর গোল পায়নি আল নাসের। এরপর সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে ফাইনালের পথে বড় এক ধাপ এগিয়ে গেল রোনালদো-ডুরানদের আল নাসের