images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএলে ফিক্সিং! ভিডিও ফাঁস করে চাঞ্চল্য ছড়ালেন পাকিস্তানি ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

২৬ এপ্রিল ২০২৫, ১১:৩৭ এএম

চলতি আইপিএলে বেশকিছু ম্যাচ নিয়ে গুঞ্জন উঠেছে ম্যাচ ফিক্সিং নিয়ে। যদিও এখনো পর্যন্ত কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে আলোচনার ঝড় যেনো থামছে না। এবার এই বিতর্কে নতুন করে ঘি ঢেলেছেন পাকিস্তানের সাবেক পেসার জুনাইদ খান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তোলেন জুনাইদ। 

সেই ভিডিওটি মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের একটি মুহূর্তকে কেন্দ্র করে। ম্যাচের একটি ঘটনায় সন্দেহজনক আচরণ দেখতে পেয়েছেন বলে দাবি করেছেন তিনি। ঘটনাটি ছিল হায়দরাবাদের তরুণ ওপেনার ঈশান কিষানকে ঘিরে। 

মুম্বাইয়ের পেসার দীপক চাহারের লেগ স্টাম্প বরাবর করা একটি বল ঈশান ফ্লিক করতে যান। কিন্তু বল তার গ্লাভস ছুঁয়ে না গিয়ে সোজা চলে যায় উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে। বল স্পর্শ না করলেও ঈশান কোনো আবেদন ছাড়াই ড্রেসিংরুমের দিকে হাঁটা শুরু করেন।

আম্পায়ার প্রথমে দ্বিধাগ্রস্ত থাকলেও কিছুক্ষণ পর আউটের সংকেত দেন। রিপ্লে দেখায়, ঈশানের ব্যাট কিংবা গ্লাভসে বল লাগেনি। এমনকি মুম্বাই অধিনায়ক হার্দিক পান্ডিয়াও ঈশানকে মাথায় আদর করে চাপড় দেন, যা আরও সন্দেহ জাগায়।

জুনাইদ খান ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'কিছু তো গণ্ডগোল আছে!' তাঁর এই মন্তব্য আইপিএলকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এর আগে রাজস্থান রয়্যালসের ম্যাচ নিয়েও ফিক্সিংয়ের অভিযোগ তুলেছিলেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক জয়দীপ বিহানি।

ফিক্সিং ইস্যুতে পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ আরও বিস্ফোরক দাবি করে বলেন, আইপিএলের বেশিরভাগ দলই ফিক্সারদের নিয়ন্ত্রণে। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে আট ম্যাচ খেলা তানভীর বলেন, 'আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লিগ, তবে এখানেই সবচেয়ে বেশি ফিক্সিং হয়। বেশিরভাগ দলই ফিক্সারদের হাতে।'

pakistan_ipl_tanveer

এক্সে তানভীর লেখেন, 'বিসিসিআই বলে আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লিগ। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু ফিক্সিংও সবচেয়ে বেশি এখানেই হয়। বেশিরভাগ দলই ফিক্সারদের দখলে।'