images

স্পোর্টস / ফুটবল

ব্রাজিলের সঙ্গে আলোচনায় আনচেলত্তি, দায়িত্ব নিতে পারেন কবে!

স্পোর্টস ডেস্ক

২৫ এপ্রিল ২০২৫, ০২:০৯ পিএম

২০২২ সালে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই কোচ নিয়ে জটিলতায় ভুগছে ব্রাজিল। দরিভাল জুনিয়রকে দিয়েও সফলতা না ফেরায় তাঁকে ছাঁটাই করা হয়েছে। এরপর থেকেই আবার নতুন কোচের খুঁজে রয়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। রিয়াল মাদ্রিদের বর্তমান প্রধান কোচ কার্লো আনচেলত্তি আবারও ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে শীর্ষে উঠে এসেছেন বলে জানিয়েছে ইএসপিএন ব্রাজিল।

গত মাসে কোচ দোরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর পর থেকেই নতুন কোচ খুঁজছে সংস্থাটি। প্রাথমিকভাবে আল হিলালের কোচ জর্জ জেসুসের নাম আলোচনায় থাকলেও, সিবিএফ প্রেসিডেন্ট এডনালদো রোদ্রিগেসের পছন্দ শুরু থেকেই আনচেলত্তি।

রিয়াল মাদ্রিদের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তি ২০২৬ সালের জুন পর্যন্ত। তবে আর্সেনালের কাছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে ৫-১ ব্যবধানে হার এবং সম্ভাব্য শিরোপাহীন মৌসুম তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

লা লিগার শিরোপা দৌড়ে এখনও টিকে আছে রিয়াল, কিন্তু বার্সেলোনার থেকে ৪ পয়েন্ট পিছিয়ে। এমন অবস্থায় শনিবারের কোপা দেল রে ফাইনালে বার্সার বিপক্ষে হারলে আনচেলত্তির চাকরি হারানোর সম্ভাবনা রয়েছে, যা তার ব্রাজিল যাওয়ার পথ খুলে দিতে পারে।

এদিকে ব্রাজিলের প্রধান কোচের পদের সঙ্গে বারবার নাম জুড়লেও সম্প্রতি আনচেলত্তি তার ভবিষ্যৎ নিয়ে বলেছিলেন, “এই মুহূর্তে বলার কিছু নেই। মৌসুম শেষে সব নিয়ে আলোচনা হবে।”

ইএসপিএনের সূত্র অনুযায়ী, গত কয়েক সপ্তাহে সিবিএফ ও আনচেলত্তির প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ আবার শুরু হয়েছে। এরইমধ্যে দুজন ব্রাজিলিয়ান মধ্যস্থতাকারী ও একজন এজেন্ট মাদ্রিদে অবস্থান করছেন। তারা প্রতিদিন রিপোর্ট পাঠানোর পাশাপাশি আনচেলত্তির ছেলে দাভিদে এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

তবে আনুষ্ঠানিকভাবে সিবিএফ এই আলোচনা অস্বীকার করেছে। ইএসপিএনের দাবি, “এই বিষয়ে শুধু জাতীয় দলের কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো ও প্রেসিডেন্ট রদ্রিগেস দায়িত্বে রয়েছেন। অন্য কেউ কিছু বলার অধিকার রাখে না।”

এদিকে আগামী জুনের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। এই ম্যাচের জন্য আগামী ২৬ মে স্কোয়াড ঘোষণা করা হবে। এর আগেই কোচ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চায় ব্রাজিল। ফলে জুনের আগেই জানা যাতে পারে কে হবেন ব্রাজিলের কোচ। 

রিয়ালে থাকা ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো নাকি জাতীয় দলে আনচেলত্তিকে পেতে আগ্রহী, এমনটাই জানিয়েছে সূত্র। যদিও আনচেলত্তিই প্রথম পছন্দ, সিবিএফএখনই জর্জ জেসুসকেও বাতিল করছে না।

জেসুসের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ হবে ক্লাব বিশ্বকাপের পর, তবে চাইলে ব্রাজিল দলের দায়িত্ব নিতে আগামী মাসেই আল হিলাল ছাড়তে পারেন এই পর্তুগিজ কোচ।