images

স্পোর্টস / ক্রিকেট

পরের বছরেই আইপিএলে খেলতে চান আমির

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫, ০৬:৩৩ পিএম

ক্রিকেট দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ভারতীয় এ লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের সব ক্রিকেটাররা। তবে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে খেলার সুযোগ পান না। প্রায় দেড় যুগ ধরে ম্যান ইন গ্রিনরা নিষিদ্ধ আইপিএলে। তবে পাকিস্তানের ক্রিকেটাররা নিষিদ্ধ থাকলেও নতুন পরিচয়ে এ লিগে খেলতে মুখিয়ে আছেন আমির।

২০০৮ সালের পর থেকে আইপিএলে নিষিদ্ধ পাকিস্তানের ক্রিকেটাররা। তবে মুম্বাই হামলার পর থেকে তারা আর সুযোগ পান না। এদিকে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে নিষিদ্ধ হলেও অন্য দেশের নাগরিক পরিচয়ে এ টুর্নামেন্টে খেলার সুযোগ কাজে লাগাতে চান আমির।

আমিরের স্ত্রী যুক্তরাজ্যের নাগরিক। সেই সুবাদে ইংল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার আশায় আছেন আমির নিজেও। আর তা হলে আইপিএলে খেলার একটি সুযোগ পেয়েই যাবেন আমির।

চলতি বছর আইপিএল ও পিএসএল খেলা হচ্ছে একই সময়ে। আগামী বছরেও যদি এ দুই টুর্নামেন্ট একই সময়ে হয় আর তখন যদি আইপিএলে খেলার সুযোগও আসে তাহলে আমির কোনটিকে বেছে নেমেন? এমন এক প্রশ্নের জবাবে পাকিস্তানের এই পেসার বেছে নিয়েছেন আইপিএলকেই।

তিনি বলেন, “সত্যি বলতে, যদি সুযোগ পাই, আমি আইপিএলে খেলব। প্রকাশ্যেই বলছি। তবে আইপিএলে সুযোগ না পেলে পিএসএলে খেলব। আগামী বছর আইপিএলে খেলার সুযোগ পাব, আর যদি সুযোগ পাই, তাহলে কেন খেলব না?”

আমির বলেন, “আমার মনে হয় না, আগামী বছর আইপিএল ও পিএসএল একই সময়ে হবে। কারণ এই বছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিই ছিল মূল। প্রথমে যদি আমাকে পিএসএলে নেওয়া হয়, তবে আমি সরে দাঁড়াতে পারব না, কারণ সেক্ষেত্রে আমাকে টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হবে। আবার প্রথমে আইপিএলে ডাক পেলে, সেখান থেকেও সরে দাঁড়ানো যাবে না।”

তিনি আরও বলেন, “এখন এটা নির্ভর করছে, কোন লিগে আমাকে আগে নেওয়া হবে তার ওপর। যদি আইপিএলের নিলাম আগে হয় এবং আমাকে দলে নেওয়া হয়, তাহলে সরে যেতে পারব না এবং পিএসএলে খেলব না। আর যদি পিএসএলের ড্রাফট আগে হয় এবং আমাকে দলে নেওয়া হয়, তাহলে আমি এই টুর্নামেন্ট থেকেও সরে দাঁড়াতে পারব না।”