images

স্পোর্টস / অন্যান্য

কাশ্মীর হামলার প্রভাব খেলার জগতেও

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫, ০৪:২১ পিএম

গত ২২ এপ্রিল (মঙ্গলবার) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের গ্রুপের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের সাধরণ মানুষ থেকে শুরু করে ক্রিকেটাররা। প্রাণঘাতী এই হামলা দেশটিতে আলোড়ন সৃষ্টি করেছে। আর এই হামলার প্রভাব পড়েছে খেলার মাঠেও। ভারতের রাঁচিতে অনুষ্ঠিতব্য দক্ষিণ এশিয়ান সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ স্থগিত করা হয়েছে। 

৩ থেকে ৫ মে পর্যন্ত ঝাড়খণ্ডের বিড়সা মুন্ডা অ্যাথলেটিক্স স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সন্ত্রাসবাদীর হামলার জন্য ভারত সরকার পাকিস্তানি নাগরিকদের ভিসা প্রদান বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের অ্যাথলেটদের অংশগ্রহণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারত-পাকিস্তানের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সার্ক ভিসা এক্সেম্পশন স্কিমের অধীনেও পাকিস্তানি অ্যাথলেটদের ভারতে প্রবেশ নিষেধাজ্ঞার আওতাভুক্ত করা হয়েছে।

আথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার সাধারণ সম্পাদক সন্দীপ মেহতা স্বাক্ষরিত একটি চিঠিতে জানান, '২৪ এপ্রিল ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে ৩-৫ মে অনুষ্ঠিতব্য সাফ সিনিয়র অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। নতুন তারিখ শীঘ্রই জানানো হবে।'

চ্যাম্পিয়নশিপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, ভূটান এবং মালদ্বীপের অ্যাথলেটদের অংশগ্রহণের কথা ছিল। যদিও ভূটানের দল ইতিমধ্যেই রাঁচিতে পৌঁছে অনুশীলন শুরু করে দিয়েছে। 

প্রসঙ্গত, এটি গত সাত মাসে দ্বিতীয়বারের মতো এই প্রতিযোগিতা স্থগিত হলো। এর আগে ২০২৪ সালের ৪-৬ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, তা কয়েক সপ্তাহ আগেই পিছিয়ে দেওয়া হয়। পাকিস্তান এই প্রতিযোগিতার জন্য ৪৩ সদস্যের একটি অ্যাথলেট তালিকা পাঠিয়েছিল, যার মধ্যে ছিলেন জ্যাভলিন থ্রো-তে অলিম্পিক চ্যাম্পিয়ন অর্জদ নদিম। তবে বর্তমান পরিস্থিতিতে তার অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্ন থেকে যাচ্ছে।