images

স্পোর্টস / ক্রিকেট

কাশ্মীর হামলার প্রতিবাদের পরই হত্যার হুমকি ভারতীয় কোচকে

স্পোর্টস ডেস্ক

২৪ এপ্রিল ২০২৫, ১১:৩৩ এএম

গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের গ্রুপের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। কাশ্মীরের জনপ্রিয় পর্যটন স্পট পহেলগামে এই ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানান ভারতের সাবেক ও বর্তমান জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর। এরই মাঝে গম্ভীরকে দেওয়া হয় হত্যার হুমকি৷ এমনটায় জানায় ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

হত্যার হুমকি পেয়ে নড়েচড়ে বসেছেন গৌতম গম্ভীর। কারণ জানিয়ে এফআইআর দায়ের করেছেন। পরিবার ও নিজের নিরাপত্তাও চেয়েছেন। তবে ভারতীয় ক্রিকেটের প্রধান কোচকে হত্যার হুমকি কে দিয়েছে, তা এখনও জানা যায়নি। বুধবার দুপুরে প্রথম ই-মেইল পান গম্ভীর। দ্বিতীয়টি পান বিকেলে। 

দু’টি ই-মেলেই লেখা ছিল, ‘হত্যা করব তোমাকে’। সাইবার সেল ইতোমধ্যে ইমেইলের উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে, এমনটায় জানায় ভারতের একাধিক সংবাদ মাধ্যম।

সম্প্রতি কাশ্মীর হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে গম্ভীর লেখেন, 'শোকাহত পরিবারগুলোর জন্য প্রার্থনা করছি। যারা এই ঘটনার জন্য দায়ী, তারা শাস্তি পাবেই। ভারত জবাব দেবে।'

এর আগেও ২০২১ সালে 'আইএসআইএস কাশ্মীর'-এর পক্ষ থেকে গম্ভীর প্রাণনাশের হুমকি পেয়েছিলেন। তিনি বরাবরই সন্ত্রাস ও বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন।

পুলিশ ও গোয়েন্দা বিভাগ এখন গম্ভীরের নিরাপত্তা জোরদার করার পাশাপাশি হুমকির উৎস অনুসন্ধানে তৎপর রয়েছে।